#মুম্বই: তাঁর মৃত্যুর পর দু’সপ্তাহের বেশি কেটে গিয়েছে ৷ কিন্তু সুশান্ত সিং রাজপুতকে ভুলতে পারছে না গোটা দেশ ৷ তাঁর জন্য গোটা বলিউডকেই এখন বয়কট করতে রাজি সিনেপ্রেমীরা ৷ স্লোগান একটাই- ‘জাস্টিস ফর সুশান্ত’৷ বান্দ্রার ফ্ল্যাটে নায়কের ঝুলন্ত দেহ পাওয়ার পর পুলিশের প্রাথমিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুকে ‘আত্মহত্যা’-ই বলা হয় ৷ কিন্তু সুশান্তের ফ্যানরা তা মানতে নারাজ ৷ এখন প্রায় গোটা দেশই চাইছে সুশান্তের মৃত্যুর আসল কারণ সামনে আসুক ৷ সিবিআই তদন্তের দাবিও করেছেন অনেকে ৷
সুশান্তের মৃত্যুর তদন্তে পুলিশ এক এক করে অনেক অভিনেতা এবং ফিল্ম জগতের সঙ্গে জড়িত মানুষদের জিজ্ঞাসাবাদ করেছে ৷ এবার পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বনশালিকেও আগামী ৬ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷ এর জন্য তাঁকে সমনও পাঠানো হয়েছে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে খবর। বনশালির পাশাপাশি যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকেও দ্বিতীয় রাউন্ডের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ ৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবেই পরিচিত শানু শর্মা ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার, ৬ জুলাই পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনও পর্যন্ত যাঁদের বয়ান নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবার বন্ধু-বান্ধব ও কাজের সূত্রে যুক্ত কয়েকজন। বয়ান রেকর্ড করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীরও। সুশান্ত সিং রাজপুত এবং রিয়া ও সৌভিকের সঙ্গে একটি ব্যবসা শুরু করেছিলেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
গোটা দেশ থেকে আওয়াজ উঠছে সুশান্ত-মৃত্যুর তদন্তের দায়িত্ব সিবিআই'য়ের হাতে তুলে দেওয়ার। এরই মধ্যে অবশ্য মুম্বই পুলিশের তরফে আবেদন করা হয়েছে, তাঁদের উপর যেন ভরসা রাখা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে মোবাইলে গুগল সার্চ করে নিজের বিষয়েই বেশ কয়েকটি আর্টিকল পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১৪ জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুর দিন সকাল ১০.১৫ মিনিটে নিজের মোবাইলে 'সুশান্ত সিং রাজপুত' দিয়েই সার্চ করেন অভিনেতা। সেখান থেকেই তাঁর নিজের বিষয়ে বেশ কিছু সংবাদপত্রের প্রতিবেদন পড়েন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।