#মুম্বই: ১৪ জুন-এর পর থেকে শুধু আমাদের দেশ-ই নয়, গোটা বিশ্বের নানা প্রান্তে সুশান্ত অনুরাগীদের একটাই প্রশ্ন, কী হয়েছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ? কেন আচমকা চলে যেতে হল তরতাজা একটা প্রাণকে ? ২ মাস কেটে গিয়েছে, এখনও সদুত্তর মেলেনি! গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে... প্রথম তদন্ত শুরু করে মুম্বই পুলিশ, তারপর হস্তক্ষেপ করে বিহার পুলিশ, অবশেষে সুপ্রিম কোর্টের চৌহদ্দি পেড়িয়ে তদন্তভার পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই!
অগাস্ট মাসের শুরুতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ন্যায় বিচারের দাবিতে মুখর হয়েছিল আমেরিকাও। সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায়, শিকাগোতে একটি বিলবোর্ডে সুশান্তের ছবি, লেখা রয়েছে #JusticeForSushantSinghRajput । ভিডিওটি শেয়ার করে শ্বেতা লিখেছিলেন, '' ধন্যবাদ শিকাগো। সুশান্তের ন্যায়বিচারের জন্য এরকমভাবেই সবাই একত্রিত থাকি!''
কিন্তু সুশান্তের জন্য ন্যয়বিচারের দাবি রাখা সেই বোর্ড আর থাকছে না! প্রয়াত অভিনেতার দিদি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানান, হলিউডের সেই বিলবোর্ড সংস্থা তাঁকে ই-মেল মারফত জানিয়েছে, সুশান্তের জন্য ন্যায় বিচার চেয়ে যে বিলবোর্ড লাগানো হয়েছিল, তা আর রাখা সম্ভব নয়। তাদের মতে, এই ক্যামপেন কোথাও সুশান্তের সঙ্গে জড়িত থাকা মহিলাকে অপমান করছে! সংস্থার এহেন আচরণকে paid PR--এর প্রভাব বলে দাবি করেছেন শ্বেতা।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে ই-মেল-এর ছবি শেয়ার করে শ্বেতা লিখেছেন, ' মনে হচ্ছে paid pr সব জায়গায় পৌঁছে গিয়েছে, সর্বত্রই তাদের জাল ছড়ানো! হলিউডের এই বিলবোর্ড সংস্থা আমায় জানিয়ে দিল, তারা আর এই বিলবোর্ড রাখবে না। কিন্তু কেন ? এই বিলবোর্ডে তো শুধু সুশান্তের জন্য ন্যায় বিচার চাওয়া হয়েছিল। #Report4SSR #JusticeForSushantSinghRajputt #Warriors4SSR.'
It seems the paid PR has it’s reach everywhere. Hollywood Billboard company reached out telling they will not keep the Billboard any longer! The wordings on the billboard only demanded fair trial and justice! #Report4SSR #JusticeForSushantSinghRajputt #Warriors4SSR pic.twitter.com/YrMrLH3eIX
— shweta singh kirti (@shwetasinghkirt) September 3, 2020
ই-মেলে বিলবোর্ড সংস্থার তরফে জানানো হয়েছে, ক্যাম্পেন-এর বিষয় নিয়ে যথেষ্ঠ রিসার্চ করেনি তাদের টিম। তারা মনে করছেন, এই ক্যাম্পেন সুশান্তের সঙ্গে যুক্ত নারীর বিরুদ্ধ। তাই এর সঙ্গে কোনওভাবেই সংস্থা যুক্ত থাকতে চায় না। এই ক্যাম্পেন চালানোর জন্যে যে অর্থ নেওয়া হয়েছিল, তার অংশও ফিরিয়ে দেওয়ার উল্লেখ করা রয়েছে ই-মেলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SushantSingh Rajput