• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আপনাকে পথ-সুরক্ষার পাঠ পড়াবেন খোদ সুপারস্টার অক্ষয় কুমার

আপনাকে পথ-সুরক্ষার পাঠ পড়াবেন খোদ সুপারস্টার অক্ষয় কুমার

অক্রয কুমার ৷ ছবি: অক্ষয় কুমারের ট্য়ুইটার হ্যান্ডেলের সৌজন্যে ৷

অক্রয কুমার ৷ ছবি: অক্ষয় কুমারের ট্য়ুইটার হ্যান্ডেলের সৌজন্যে ৷

 • Share this:

  #মুম্বই: বলিউডের দুঁদে অভিনেতা অক্ষয় কুমার । তাঁর অভিনয় আর মারকাটারি অ্যাকশনে কাত গোটা দেশ ৷ এবার খিলাড়ি কুমার একটি প্রচার অভিযানে অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক পরিবহনের এই ক্যাম্পেইনে তিনি সেজেছেন একজন ট্রাফিক পুলিশ। তাঁর সঙ্গে অভিনয় করেছেন বেশ কয়েকজন , যাঁরা বাস্তবেই ট্রাফিক পুলিশ ৷

  পথ নিরাপত্তার ক্ষেত্রে সচেতনতা তৈরির জন্যই এই প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

  ট্রাফিক পুলিশের পোশাক পরে, হাতে ওয়াকিটকি নিয়ে, পাশে একটি মোটরবাইক রেখে অন্য সদস্যদের সঙ্গে আলাপরত একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে অক্ষয় লেখেন, ‘‘এটা সড়ক নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি ক্যাম্পেইন। আমি বিশ্বাস করি, এ ধরনের ক্যাম্পেইন সাধারণ মানুষের ভেতর সচেতনতা তৈরি করে। মানুষের জীবন সবচেয়ে মূল্যবান, তাই নিরাপত্তা সবার আগে। ’’

  First published: