Splitsvilla-র সেটে টিমকে বকে-ঝকে একসা সানি! কী এমন হল, দেখুন সেই ভিডিও
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শুক্রবার স্প্লিটসভিলা-র সেট থেকেই এক কৌতূকপূর্ণ ভিডিও নিজের Instagram হ্যান্ডেলে শেয়ার করলেন সানি
#মুম্বই: বাস্তব জীবনে বেশ মজার মানুষ অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। নিজেকে খুশি করতে এবং সহকর্মীদের খুশির জন্য তাঁকে বারে বারে নানা বিষয় নিয়ে মজা করতে দেখা গিয়েছে। এমনকি অভিনেত্রী নিজেকেও খোরাক বানিয়েছেন বহু বার। এবার তেমনই এক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই অভিনেত্রী। MTV-র জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটসভিলা (Splitsvilla)-তে রণবিজয় সিংয়ের (Rannvijay Singha) সঙ্গে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সানি লিওনে। শুক্রবার সেই স্প্লিটসভিলা-র সেট থেকেই এক কৌতূকপূর্ণ ভিডিও নিজের Instagram হ্যান্ডেলে শেয়ার করলেন সানি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্প্লিটসভিলার টিমটি তখন মধ্যাহ্নভোজনের জন্য বিরতিতে ছিল। হঠাৎ সেখানে এসে উপস্থিত হন সানি। ডাইনিং এরিয়াতে প্রবেশ করে তিনি প্রায় রেগেমেগেই জিজ্ঞাসা করেন, লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরেও তারা ডাউনিং-এ কী করছেন! সেই সঙ্গে তিনি তাদের ওখান থেকে বেরিয়ে কাজে যোগ দেওয়ার কথাও বলেন। যদিও কেউই গুরুত্ব সহকারে নেননি সানি লিওনকে।
advertisement
ভিডিওটি পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “Prank gone wrong #SunnyLeone #SplitsvillaX3 @mtvsplitsvilla #OnSets #BTS,"
advertisement
advertisement
বিক্রম ভাট (Vikram Bhatt) পরিচালিত অ্যাকশন-থ্রিলার ওয়েব সিরিজ অনামিকা (Anamika) দিয়ে ডিজিটাল মাধ্যমে আত্মপ্রকাশ করতে প্রস্তুত সানি। অভিনেত্রী এই সিরিজটিতে অ্যাকশন সিকোয়েন্সে নিযুক্ত হবেন। এ সিরিজে তাঁর সহশিল্পী হিসাবে রয়েছেন সোনালি সায়গল(Sonnalli Seygall)। এই সিরিজে মোট ১০টি পর্ব থাকছে।
প্রসঙ্গত, স্প্লিটসভিলা-র সেট থেকে এর আগেও নানা ধরণের মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায় অভিনেত্রী সানি লিওনকে। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মেকআপ রুমে সানি লিওনকে পোশাক পরাতে গিয়ে একপ্রকার নাজেহাল অবস্থা সকলের। যার জেরে প্রায় হইচই পড়ে যায়। অনেকক্ষণ প্রায় যুদ্ধ চালানোর পর একজন হাল ছেড়ে দিলেও অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যান বাকি দু’জন। তাদের মধ্যে একজন আবার হাতে চোটও পান। গাউনের সাইজ কিছুটা ছোট থাকার কারণে পিছন দিক দিয়ে চেন লাগাতে গিয়ে এমন অবস্থা হয় সকলের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2021 7:33 PM IST

