corona virus btn
corona virus btn
Loading

২৫ মিলিয়ন ছাড়াল সানির ফলোয়ারের সংখ্যা ! খুশিতে নতুন ভিডিও পোস্ট করলেন তিনি

২৫ মিলিয়ন ছাড়াল সানির ফলোয়ারের সংখ্যা ! খুশিতে নতুন ভিডিও পোস্ট করলেন তিনি
photo source collected

সানির ইনস্টা প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ মিলিয়ন। এই খুশিতে সানি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন তাঁর ফ্যানেদের।

  • Share this:

#মুম্বই: সানি লিওন এখন বলিউডের নামকরা নায়িকাদের মধ্যে একজন। লোকে কি বলল তা না শুনে কীভাবে নিজের কাজ করতে হয়, তা সানি করে দেখিয়েছেন। সানির জীবনে চড়াই-উতরাই অনেক রয়েছে। কিন্তু তাতে পিছিয়ে যাওয়ার মেয়ে সানি নন। নিজের জীবন নিয়ে সানি বেশ খোলামেলা। কখনও কোনকিছু নেয়ে রাখঢাক নেই তাঁর। তিনি একজন ভাল মনের মানুষও। তবে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ।

সব সময় তিনি যা করছেন সবকিছু সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন। আর তাই সোশ্যাল মিডিয়ার বন্ধুরাও সানিকে খুবই ভালবাসে। সানির ইনস্টা প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ মিলিয়ন। এই খুশিতে সানি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন তাঁর ফ্যানেদের। লিখলেন, "আমরা এখন ২৫ মিলিয়নের শক্তিশালি ইনস্টা পরিবার। আমাদের আরও শক্তিশালি হতে হবে। সকলকে আবার অনেক ভালবাসা ও ধন্যবাদ।"

First published: August 22, 2019, 11:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर