corona virus btn
corona virus btn
Loading

শরীরে 'ছোট্ট' পোশাক, হাতে রং মশাল, লাল ধোঁয়া... ফের 'ভাইরাল' সানি লিওনের নাচ

শরীরে 'ছোট্ট' পোশাক, হাতে রং মশাল, লাল ধোঁয়া... ফের 'ভাইরাল' সানি লিওনের নাচ

দেখুন সানির লাস্যময়ী নাচ--

  • Share this:

#মুম্বই: কালো শর্ট টপ- হট প্যান্ট, দু'হাতে রং-মশাল, বেরচ্ছে লাল ধোঁয়া... তালে তালে সুপার সিডাকটিভ নাচ বলিটাউনের বম্বসেল সানি লিওনের! সানি মানেই উপচে পড়া যৌবন ৷ তিনি সুন্দরী, তিনি সেক্সি... এই নিয়ে তর্কের কোনও অবকাশ নেই! এই মুহূর্তে নেট দুনিয়া তোলপাড় করছে সানির লাস্যময়ী এই নাচের ভিডিও! দুহাতে ধরা রংমশাল থেকে বেরনো লাল ধোয়ার তালে তালে সানির শরীরি আন্দোলন... উফফ...আট থেকে আষি মজে সানিতে...

ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি! বলা বাহুল্য, নিমেষেই 'ভাইরাল'... কাঁপিয়ে দাপিয়ে বাড়ছে ভিউ... লাইক, শেরারের সংখ্যা দেখলে চোখ কপালে উঠবে... নিঃসন্দেহে এ শুধু সানির-ই দিন... দেখে নিন ভিডিও--

আগামী ছবি 'রাগিনি এমএমএস রিটার্নস ২'-এর গান ' হেলো জি'-র সঙ্গে এই ডান্স সিকোয়েন্সে আগুন জ্বালাবেন সুন্দরী। বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বলিউডের এই অভিনেত্রী ৷ মাঝেমধ্যেই নিজের ছবি ও ভিডিও ফ্যানেদের সঙ্গে শেয়ার করে থাকেন ৷ Ragini MMS Return 2 এর প্রোমোশনের জন্য একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন ‘হ্যালো, আপনি কি আন্দাজ করতে পারবেন আমি কী করতে চাইছি ?’ এটা বারবার দেখুন আর বুঝে নিন !Ragini MMS Return 2 কাস্টের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে ৷’ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সানির ফ্যানেদের কমেন্ট সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে ৷

কিছুদিন আগেই সানি লিওন দুবাইতে স্বামী ও বাচ্চাদের সঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছিলেন ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন 'Love Dubai!.' কালো রঙের সুইম স্যুট পরা সানির ছবিতে প্রায় ১২ লক্ষের বেশি লাইক পড়ে৷

First published: December 10, 2019, 5:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर