• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জম্মদিনে সানিকে এ কেমন উপহার দিলেন তাঁর জিম ট্রেনার!

জম্মদিনে সানিকে এ কেমন উপহার দিলেন তাঁর জিম ট্রেনার!

Sunny Leone

Sunny Leone

জম্মদিনে সানিকে এ কেমন উপহার দিলেন তাঁর জিম ট্রেনার!

 • Share this:

  #মুম্বই: গতকাল ৩৭-এ পা দিলেন 'বেবিডল' সানি লিয়ন। সকাল থেকেই ছিল উপহার আর শুভেচ্ছার বন্যা! কিন্তু তার মধ্যে একটা বিশেষ উপহার 'খুশ' করে দিল 'জিসম টু' স্টারকে!

  সবাই জানি, ফিগার নিয়ে কতটা সচেতন সানি। কড়া ওয়ার্ক আউট, স্ট্রিক্ট ডায়েট... শরীরের কোথাও একটু বাড়তি বেদ জমলে ঘুম উড়ে যায় সুন্দরীর! শতহাত দূরে থাকেন ক্যালরি থেকে।

  এহেন সানি জন্মদিনে উপহার পেলেন একটা লোভনীয় ডোনাট-কাপকেক! কিন্তু জানেন কি কে দিয়েছেন এই উপহার? শুনলে চমকে জাবেন! সানিকে কাপকেক দিয়েছেন খোদ তাঁর জিম ট্রেনার লিয়ান ওয়েনজেল! জন্মদিনের দিন একটু ছাড় দিলেন আর কী! আর লিয়ানের থেকে কেক পেয়ে উচ্ছ্বসিত সানি! কেক-এর সঙ্গে পোজ দিয়ে ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে!

  Source: Instagram Source: Instagram

  এই মুহূর্তে পিরিয়ড ড্রামা 'ভীরামাদেবীর'র শুটিং-এ ব্যস্ত সানি লিয়ন। এই প্রথম তামিল ছবিতে কাজ করছেন তিনি। তাঁ জন্মদিনের দিন, ছবির প্রযোজনা সংস্থা রিলিজ করল ছবির টিজার ও পোস্টার।

  First published: