#মুম্বই: সুনিধি চৌহান। বলিউডের জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। তাঁর গানের গলায় মাতাল আট থেকে আশি। খোদ লতা মঙ্গেশকর সব থেকে বেশি পছন্দ করেন সুনিধির গান। বলিউডের বেশির ভাগ জনপ্রিয় ছবিতেই সুনিধি গান গেয়েছেন। তবে এখন করোনার জন্য বাড়িতেই আছেন এই গায়িকা। সুনিধি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নিজের গান শেয়ার করেন। ছেলের সঙ্গে ভিডিও পোস্ট করেন।
কয়েকদিন আগেই তাঁর ছোট্ট ছেলে তেঘের সঙ্গে একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যা তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফের তিনি একটি গানের ভিডিও শেয়ার করলেন। তাঁর ছোট্ট ছেলেও মায়ের সঙ্গে গলা মিলিয়েছে। তাঁরা দু'জনে মিলে গাইছেন, "পাস নেহি তো ফেল নেহি, তো ডরনা ক্যয়া মেরে ইয়ার।" সুনিধির গলায় এই গান শুনে মুগ্ধ শ্রোতারা। তবে এই ভিডিওতে সব থেকে মিষ্টি সুনিধির ছেলের গান। যা শুনে সকলেই বলেছেন একদম মায়ের মতোই গাইবে ও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Song, Viral Video