Sui Dhaaga Review: চিত্রনাট্য দুর্বল, বরুণ-অনুষ্কার অভিনয়ের জোরেই শক্তপোক্ত ছবির বুনোট

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: সিনেমার শুরু থেকেই আপনি জেনে গিয়েছেন, কোন মোড়ে এসে ছবিটা শেষ হবে ৷ অর্থাৎ ছবির ক্লাইম্যাক্স একেবারেই আপনার হাতের মুঠোয় ৷ এই অবস্থায় প্রথম থেকেই ছবি নিয়ে উৎসাহটা অল্প হলেও কমতে থাকে ৷ আর এখানেই চ্যালেঞ্জ হয়ে পড়ে পরিচালকের ৷ চ্যালেঞ্জটা পুরোপুরিই দর্শককে বেঁধে রেখে গল্পকে এগিয়ে নিয়ে চলা ৷ ছবির নাম যেখানে সুই-ধাগা, তখন পাকা হাতের বুনোট হবে সেটা তো আশা করাই যায় ৷ বুনোটের জায়গা থেকে কী, ‘সুই-ধাগা’ ছবি শক্তপোক্ত হল ?

    এই প্রশ্নের উত্তর খোঁজার আগে, অল্প করে ছবির গল্পে নজর রাখা যাক ৷ ‘সুই-ধাগা’ ছবির গল্পে তেমন কোনও নতুন মোচড় নেই ৷ নিম্নমধ্যবিত্ত শ্রেণীর দুই মানুষের লড়াইয়ের গল্প বলে এই ছবি ৷ যার আঙ্গিক একেবারেই সুই-ধাগা ! এক সেলাইয়ে পটু মানুষ, তার রোজকার সংঘর্ষ, এক দাম্পত্য এবং তারই মাঝখানে নতুন করে প্রেমে পড়ার গল্পই হল ‘সুই-ধাগা’ ৷ আর এখানে সেই প্রেমের বন্ধন খুব সুন্দর ভাবেই যুক্ত হয়েছে অনুষ্কা ও বরুণের মধ্যে ! বলা ভালো, বরুণ ও অনুষ্কার পটু অভিনয়ের জোরই গোটা ছবিকে শক্তপোক্ত বাঁধন দিয়েছে ৷ কেননা, এই ছবির আর বাদ-বাকি উপাদান একেবারেই দুর্বল ৷ বরং বলা ভালো ছকে বাঁধা !

    ‘সুই-ধাগা’ এমন এক ছবি যার আদ্যপান্থ আপনার খুবই চেনা ৷ একেবারেই আপনার হাতের মুঠোয় ৷ শুরু থেকেই সহজ হিসেবে এগোতে থাকে এই ছবি ৷ শুধু পর পর আসে এবং চমকে দেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা ৷

    ‘বদলাপুর’, ‘অক্টোবর’ ছবির পর ‘সুই-ধাগা’তেও বরুণ প্রমাণ করলেন, তিনি একেবারেই ডিরেক্টরস অ্যাক্টর ৷ তিনি যে বলিউডে এসেছেন লম্বা ইনিংস খেলতে, তা ছবি জুড়ে বরুণের অভিনয়ে স্পষ্ট ৷ এই ছবির চিত্রনাট্যে ড্রামা, কমেডি ও রোমান্টিকতা সব রয়েছে, আর প্রত্যেকটি উপাদানেই যেন একেবারে সফল বরুণ !

    অন্যদিকে অনুষ্কা কিন্তু বরাবরের মতো নিজের পুরোটা ঢেলে অভিনয় করেছেন ৷ এই ছবিতেও স্পষ্ট, অনুষ্কা ভালো ছবি, ভালো অভিনয়ের জন্য যেকোনও ধরণের এক্সপেরিমেন্ট করতে রাজি ৷

    ‘সুই-ধাগা’ ছবির সবচেয়ে দুর্বল পয়েন্টই হল হয়তো পরিচালনা এবং চিত্রনাট্য ৷ ছবির বহু অংশেই, ছবি উদ্দেশ্যহীণ হয়ে পড়ে ৷ পরিচালক হয়তো বুঝে উঠতে পারেন না, এই ছবিকে প্রেমের ছবি বানাবেন, নাকি অনুপ্রেরণামূলক ! আর সেখানেই বরুণ-অনুষ্কার ভালো অভিনয় সত্ত্বেও, মাঝারি মাপের ছবি হয়ে দাঁড়ায় সুই-ধাগা !

    First published:

    Tags: Movie, Review, Sui Dhaga