• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বহু মূল্যবান গয়না পরে ভিডিও পোস্ট করলেন শাহরুখ কন্যা সুহানা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বহু মূল্যবান গয়না পরে ভিডিও পোস্ট করলেন শাহরুখ কন্যা সুহানা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Pic: Instagram

Pic: Instagram

সদ্যই ২০-তে পা দিয়েছেন তিনি । কিন্তু তাঁর ফ্যাশন সেন্স দেখে তাবড় তাবড় সেলেবরাও কিছুটা অবাক হন বৈকি ।

 • Share this:

  #মুম্বই: তিনি কিং খানের মেয়ে বলে কথা । ছোট থেকেই ফ্যাশন সচেতন সুহানা । সদ্যই ২০-তে পা দিয়েছেন তিনি । কিন্তু তাঁর ফ্যাশন সেন্স দেখে তাবড় তাবড় সেলেবরাও কিছুটা অবাক হন বৈকি ।

  সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সুহানা । নিজের বন্ধুবান্ধবের ছবি থেকে পার্টি, পরিবারের সঙ্গে সময় কাটানো বা সেলফি... অকর্ষণীয় ছবিতে ভর্তি তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়াল ।

  এ বার সুহানা পোস্ট করলেন তাঁর গয়নার কালেকশন । হাতে, কানে, গলায় ঝকমক করে উঠল বহু মূল্যবান সে সমস্ত গয়না । তাঁর ফলোয়ার্সদের শেখালেন আধুনিক গয়না পরা এবং ক্যারি করার স্টাইল ।

  View this post on Instagram

  details

  A post shared by Suhana Khan (@suhanakhan2) on

  সুহানা এখন ফিল্ম মেকিং নিয়ে নিউ ইয়র্কে পড়াশোনা করছেন । পাশাপাশি বিভিন্ন নাটক আর থিয়েটারেও অভিনয় করে থাকেন তিনি । শুধু তাই নয়, ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামের একটি শর্ট ফিল্মেও অভিনয় করে ফেলেছেন তিনি । আর সেই অভিনয় দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা ।লকডাউনের আগে দেশে ফিরেছিলেন সুহানা । এখন পরিবারের সঙ্গে মুম্বইতেই রয়েছেন তিনি ।

  Published by:Simli Raha
  First published: