corona virus btn
corona virus btn
Loading

যেন অবিকল শাহরুখ ! সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন শাহরুখ কন্যা সুহানা

যেন অবিকল শাহরুখ ! সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন শাহরুখ কন্যা সুহানা
Instagram

কথায় আছে মাতৃমুখ পুত্র আর পিতৃমুখ কন্যা হন সুখী ৷ তবে সেই প্রবাদের চোটেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল শাহরুখ কন্যা সুহানা খানকে ৷

  • Share this:

#মুম্বই: কথায় আছে মাতৃমুখী পুত্র আর পিতৃমুখী কন্যা হন সুখী ৷ তবে সেই প্রবাদের চোটেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল শাহরুখ কন্যা সুহানা খানকে ৷

গপ্পোটা হল, সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি আপলোড করেছেন সুহানা খান ৷ আর সেই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু করেছেন নেটিজেনরা ৷ নেটিজেনদের কথায়, সুহানা খান একেবারেই পুরুষের মতো দেখতে ৷ অনেকের মত অনুযায়ী, সুহানা একেবারেই বাপের বেটি ৷ একেবারে নাকি শাহরুখের মতো দেখতে !

suhana

তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সুহানা ৷

তবে এই প্রথম নয়, এর আগেও ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি পোস্ট করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন সুহানা খান ৷

First published: October 27, 2017, 6:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर