#পুরী: বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক নিজের শিল্পকলার মাধ্যমে অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করলেন। রবিবার সমুদ্রতটে শিল্পী বালিতেই লেখেন, ‘লক্ষ লক্ষ মানুষের আশির্বাদ আপনার সঙ্গে আছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’
#GetWellSoon @SrBachchan Ji Millions of blessings with you. We Pray for you and your family for speedy recovery. My SandArt at Puri beach in Odisha. pic.twitter.com/FnARg58iem
— Sudarsan Pattnaik (@sudarsansand) July 12, 2020
এর পাশাপাশি বালু শিল্পী মানস সাহুও একটি শিল্পকর্ম তৈরি করলেন অমিতাভ বচ্চনের জন্য। সেখানেও তিনি কামনা করলেন, যাতে বিগ বি দ্রুত সুস্থ হয়ে ওঠে। অমিতাভ বচ্চনের নেপথ্য কণ্ঠের মায়ায় তৈরি এই স্যান্ড অ্যানিমেশন দর্শকদের নজর কেড়েছে। সেখানে শিল্পী বার্তা দিয়েছেন, ‘আপনি একজন যোদ্ধা, কোভিডকে আপনি নিশ্চিত জয় করবেন।’
My well wishes to "Get Well Soon" through my Sand Animation to the Legendary Actor Shri #AmitabhBachcan his Son , daughter in law & grand daughter #AaradhyaBachchan #sand #india #odisha #PURI #staytuned #likes #like #follow @SrBachchan @juniorbachchan @jayabachchanFC pic.twitter.com/QiVj0tGtN9
— Manas sahoo (@SandArtistManas) July 12, 2020
করোনা আক্রান্ত হয়ে আপাতত নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। একই ভাবে করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ পুত্র অভিষেক। আক্রান্ত হয়েছেন ঐশ্বর্য ও আরাধ্যাও। তবে রবিবার রাতে ট্যুইটে অমিতাভ লেখেন, "আমার, অভিষেকের, ঐশ্বর্যর এবং আরাধ্যার জন্য যে বিপুল পরিমাণ শুভকামনা ও আরোগ্যবার্তা এসেছে, যত মানুষ আমাদের জন্য উদ্বিগ্ন হয়েছেন, তার প্রতিটির জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।আমি শুধু হাত জোড় করে আপনাদের বলতে পারি,আপনাদের এই চিরন্তন ভালবাসা ও স্নেহের জন্য অশেষ ধন্যবাদ।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Coronavirus