Home /News /entertainment /
‘জিরো’তেই শেষ হবে চাঁদনির বলিউড যাত্রা !

‘জিরো’তেই শেষ হবে চাঁদনির বলিউড যাত্রা !

Instagram

Instagram

একেই হয়তো বলে তারকার পতন ! এক যুগের শেষ ৷ যেতে যেতে এরকমই এক আভাস রেখে গেলেন বলিউডের রূপ কি রানি ! শ্রী-হীন হল ভারতীয় চলচ্চিত্র ৷

 • Share this:

  #মুম্বই: একেই হয়তো বলে তারকার পতন ! এক যুগের শেষ ৷ যেতে যেতে এরকমই এক আভাস রেখে গেলেন বলিউডের রূপ কি রানি ! শ্রী-হীন হল ভারতীয় চলচ্চিত্র ৷

  শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী । দুবাইয়ে আত্মীয় অভিনেতা মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই মাত্র চুয়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে অকাল প্রয়াণ বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। শোকের ছায়া বলিউডে ৷

  insta

  পরিচালক গৌরি শিন্ডের ছবি ইংলিশ ভিংলিশ দিয়ে বলিউডে কামব্যাক করেন শ্রীদেবী ৷ ছবি বক্স অফিসে চুড়ান্ত সফলতা পায়৷ তারপর ফের ২০১৭ সালে রবি উদয়বরের ‘মম’ ছবিতে অভিনয় করেন শ্রীদেবী ৷ ছবিটি বক্স অফিসে ভালো ফল না করলেও, শ্রীদেবীর অভিনয় প্রশংসা পায় ৷

  আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে দেখা যাবে শ্রীদেবীকে ৷ গত অক্টোবর মাসে শাহরুখ আলিয়া ও করিশ্মার সঙ্গে এই ছবির শ্যুটিংও করেছেন শ্রীদেবী ৷ সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন শাহরুখ খান৷

  First published:

  Tags: Bollywood, Sridevi

  পরবর্তী খবর