#কলকাতা: ভারত-চিন সংঘর্ষের ফল ভুগতে হল টিকটক অ্যাপকেও ৷ তবে শুধু চিনা অ্যাপ টিকটক নয়, মোট ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ এ দেশে ৷ আর এই নিষিদ্ধ অ্যাপের ঠ্যালায় বিশেষ করে টিকটক প্রেমিকদের ভারি দুঃখ ৷ যেখানে টিকটক ভিডিও করে একের পর এক শেয়ার, রাতারাতি জনপ্রিয়তা বাড়ছিল, সেখানে এমন কী অ্যাপ আছে, যার মজা টিকটকের মতো ? যেখানেও রাতারাতি হওয়া যায় সেলেব?
তবে চিন্তার কিছু নেই। টিকটকারদের মন খারাপের দিন শেষ। টিকটকের মতো ফিচার্স নিয়ে হাজির ইনস্টাগ্রাম ! যার নাম ইনস্টাগ্রাম Reel ! এখানে ভিডিও বানাতে শুরু করেছেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে টলিউডের অন্যান সেলেবরাও। এবার Reel-এ ভিডিও বানালেন অভিনেত্রী শ্রাবন্তী।