#মুম্বই: পর্ন ছবি তৈরি এবং সেগুলি মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীর তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে জলঘোলা চলছে। এবার ঘটনায় নাম জড়ানো অভিনেত্রী সেলিনা জেটলির (Celina Jaitly)। তবে রাজ কুন্দ্রার অ্যাপ হটশট এর সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন অভিনেত্রী।
গত সপ্তাহে গভীর রাতে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। এরপরেই গুজব ছড়ায় যে, রাজের অ্যাপে ভিডিও শ্যুটের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সেলিনাকে। কিন্তু অভিনেত্রীর মুখপাত্র এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিল্পা শেঠির একটি অ্যাপের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই প্রস্তাবও ফিরিয়ে দেন সেলিনা।
মুখপাত্র বলছেন, "শিল্পা শিল্পা শেট্টির অ্যাপ JL streams এর জন্য সেলিনাকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যেটি একটি ভদ্র ইনফ্লুয়েন্সার দের অ্যাপ। তাঁকে হটশট এর জন্য প্রস্তাব দেওয়া হয়নি। সেলিনা এমনকি জানতো ও না যে এটা কিসের অ্যাপ। সেলিনা যেহেতু শিল্পার ভালো বন্ধু এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে তাই তাকে শিল্পার অ্যাপের জন্য প্রস্তাব দেওয়া হয়।"
মুখপাত্র জানিয়েছেন, সেলিনা শুধু নয়। বলিউডের অন্যান্য অভিনেত্রী দের ও এই অ্যাপে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, রাজকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। মুম্বই পুলিশ আদালতকে জানিয়েছে যে, গত বছর অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এই পর্ন অ্যাপের মাধ্যমে ১.১৭ কোটি টাকা আয় করেছেন। গত ১৯ জুলাই রাজ ও এই ঘটনায় জড়িত আরও ১১জনকে গ্রেফতার করে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Kundra, Shilpa Shetty