• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, 'ম্যাক্সিমাম লাইফ সাপোর্ট'-এ সঙ্গীতশিল্পী

এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, 'ম্যাক্সিমাম লাইফ সাপোর্ট'-এ সঙ্গীতশিল্পী

এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক

এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক

এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক

 • Share this:

  #মুম্বই: গুরুতর অসুস্থ জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যম, ক্রমশই সঙ্কটজনক হচ্ছে শারীরিক পরিস্থিতি, রয়েছেন হাসপাতালের 'ম্যাক্সিমাম লাইফ সাপোর্ট'-এ। হাসপাতালের সম্প্রতিতম মেডিক্যাল বুলেটিন জানাচ্ছে, শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

  চেন্নাইয়ের MGM- এ ভর্তি রয়েছেন এস পি বালাসুব্রহ্মণ্যম। হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, '' গত ২৪ ঘণ্টায় এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে। আপাতত তাঁকে হাসপাতালে সর্বোচ্চ 'লাইফ সাপোর্ট'-এ রাখা হয়েছে।'

  গত ৫ অগাস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সি দক্ষিণী কিংবদন্তী  সঙ্গীতশিল্পী। প্রায় এক মাস পর ৮ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি।

   ধীরে ধীরে উন্নতি হচ্ছিল এস পি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থার ৷ তিনি স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন ছেলে চরণ৷ ২৭ অগাস্ট চরণ সোশ্যাল মিডিয়ায় জানান, হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গে তাঁর কথা হয় এবং তারাই জানিয়েছেন সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভাল৷

  নিয়মিত বাবার শারীরিক অবস্তার আপডেট দিয়েছেন চরণ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি জানান, এস পি বালাসুব্রহ্মণ্যমের ফুসফুসের অবস্থার হালকা উন্নতি হয়েছে৷ সুস্থতার প্রথম ধাপ লক্ষ্য করা গিয়েছে , মনে করা হচ্ছে যে তিনি সুস্থ হয়ে উঠবেন কিছু দিনের মধ্যেই৷ তিনি এও জানান, হাসপাতালে গিয়ে বাবাকে দেখে এসেছেন । অনেকক্ষণ জেগে ছিলেন এস পি বালাসুব্রহ্মণ্যম, লিখে লিখে ছেলের সঙ্গে নিজের মনোভাব আদন প্রদান করেন৷ তিনি গান শুনছেন, গানের তালে আঙুল নাচাচ্ছেন এবং গাইবারও চেষ্টা করছেন৷

  Published by:Rukmini Mazumder
  First published: