Home /News /entertainment /
ফের সবাই দেখলেন সোনু সুদের অন্য রূপ! আচমকা উপস্থিত ফাস্ট ফুডের দোকানে, পরালেন মহিলার গলায় মালা

ফের সবাই দেখলেন সোনু সুদের অন্য রূপ! আচমকা উপস্থিত ফাস্ট ফুডের দোকানে, পরালেন মহিলার গলায় মালা

হায়দরাবাদে ফাস্ট পুডের দোকানে সোনু সুদ ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

হায়দরাবাদে ফাস্ট পুডের দোকানে সোনু সুদ ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

ফের অনন্য নজির জীবনের নায়কের

 • Share this:

  #হায়দরাবাদ: করোনা সংক্রমণের পর থেকেই নিজের মানবিক পদক্ষেপের জন বারেবারে খবরের শিরোনামে এসেছেন সোনু সুদ ৷ পরিযায়ী শ্রমিকদের নিজের উদ্যোগ ও খরচে বাড়ি পিরিয়ে এক আনন্য নজির সৃষ্টি করেছেন তিনি ৷ এখানেই শেষ নয় সোনু সুদ যখনই সাধাণ মানুষ বিপদে পরেছেন মানবিক মুখ নিয়ে হাজির সোনু সুদ ৷ বিপদে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ সোস্যাল মিডিয়ায় হোক বা ব্যক্তিগত ভাবে যেই যোগাযোগ করেচএন বলেছেন তাঁদের সমস্যার কথা তিনিই ফল পেয়েছেন ফলে পর্দায় খলনায়ক থেকে কখনই যে তিনি জীবনের নায়কে পরিণত হয়েছে তা বুঝতে পারনেনি কেউ ৷

  এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখে ফের চমক দিয়েছেন সোনু সুদ দেখেছেন তাঁরই এক ভক্ত একটি পাস্ট ফুডের দোকানের নাম তাঁর নামেই রেখেছেন লক্ষ্মী সোনু সুদ ৷ তিনি আচমকাই হায়দরাবাদের বেগমপেটের ফাস্ট ফুডের দোকানে গিয়ে রান্নাবান্না করেছেন ৷ খেয়েছেন ফ্রায়েড রাইসও ৷ শুধুই নয় তিনি সেই দোকানে গিয়ে এক বয়স্ক মহিলাকে সম্মান জানিয়েছেন গলায় মালা পরিয়ে ৷ সবার সঙ্গে আনন্দে মেতেছেন ৷ দোকানের মালিক অনিলে ব্যবসা যাতে আরও বড় হয়. দিনে দিনে উন্নতি হয় সেই বিষয়েই তিনি প্রার্থনা করেছেন ৷

  অনিল বাবতেও পারেননি যে এই ভাবে সোনু সুদ তাঁর দোকানে হাজির হবেন ৷ সব মিলিয়ে এমনই এক জমজমাট পরস্থিতির সৃষ্টি হয়েছে যা না দেখলে বোঝা কখনই সম্ভব নয় ৷ সেই সোনু সুদের ফাস্ট ফুডের দোকানের প্রতিটি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Sonu Sood

  পরবর্তী খবর