#মুম্বই: পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন নম্বর চালু করলেন সোনু সুদ৷ টোল ফ্রি এই নম্বরে সরাসরি ফোন করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, চাইতে পারবেন সাহায্য৷ হেল্পলাইন নম্বরটি হল 18001213711. নিজেই ট্যুইট করে এই তথ্য জানিয়েছেন সোনু৷
বলেছেন যে, 'আপনি যদি মুম্বইতে থাকেন আর বাড়ি ফিরতে চান, তাহলে নির্দ্বিধায় এই নম্বরে ফোন করুন৷ আপনারা ক’জন রয়েছেন? কোথায় রেয়েছেন? কোথায় যেতে চান? আমি ও আমার টিম যথাসাধ্য চেষ্টা করব আপনাকে বাড়ি ফেরাতে'৷ যেভাবে লাগাতার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিয়েছেন সোনু তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য৷ এবার সোনুর কাজের জন্য বাহবা জানালেন অজয় দেবগণ৷
मेरे प्यारे श्रमिक भाइयों और बहनों. अगर आप मुंबई में है और अपने घर जाना चाहते हैं तो कृपया इस नंबर पर कॉल करें 18001213711 और बताएं आप कितने लोग हैं, कहाँ हैं अभी, और कहां जाना चाहते हैं. मैं और मेरी टीम जो भी मदद कर पाएंगे हम जरूर करेंगे. pic.twitter.com/Gik2eSCiQZ
— sonu sood (@SonuSood) May 25, 2020
অজয় লিখেছেন, 'তুমি যে কাজটা করছ তা অনবদ্য৷ তোমায় আরও সাহস সোনু'৷ তার উত্তরও দিয়েছেন সোনু৷ সহ অভিনেতার থেকে এই প্রশংসা কাজের ইচ্ছে আরও বাড়িয়ে দেয় বলেই জানান এই হিরো৷ একইভাবে ক্রিকেটার শিখর ধাওয়ানও সোনুর কাজের প্রসংশা করেছেন৷
Thank you so much bhai. Words from you give me more power and encourages me to work harder on reuniting them with their loved onesLove u loads https://t.co/QEHn4BSLPq
— sonu sood (@SonuSood) May 26, 2020
Thank u so much my brother.India knows when @SDhawan25 is at cease “WE ARE HOME”. I promise, I will stay at this crease till the end and make sure that every migrant will say “ WE ARE HOME “ https://t.co/WhRNkjg7cb
— sonu sood (@SonuSood) May 26, 2020
মূলত ট্যুইটারের মাধ্যমেই পরিযায়ীদের খোঁজ নিচ্ছেন সোনু, এবং এর মাধ্যমেই চলছে তাঁর কাজ৷ পরিযায়ীদের থেকে খোঁজ পাওয়া থেকে তাঁদের কীভাবে ফেরানো যায়, সবটাই উঠে আসছে ট্যুইটারে৷
আগেই অবশ্য এই টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালুর কথা ভেবেছিলেন তিনি ও তাঁর টিম৷ কারণ ব্যক্তিগত ফোনে খবর পেলে কোনওভাবে সেই তথ্য খোয়া যেতে পারে, জানিয়েছেন সোনু৷ তাই হেল্পলাইন নম্বরে ফোন করলে সব তথ্য এক জায়গায় থাকবে এবং শ্রমিকদের ফেরাতে সুবিধাও হবে৷তবে শুধু তারকারা নন, সাধারণ মানুষও সোনুর প্রশংসার পঞ্চমুখ৷ সকলের এক কথা, সোনু সুদই হলেন বাস্তবের হিরো!
Respect!!! @SonuSood bhai got a toll free number too!! https://t.co/X3CGeU9ELI
— Pramod Kumar Sahu (@PRAMODSAHU) May 25, 2020
Sonu Sood is arranging buses for migrant workers. He is trying to help as many migrants he can. The on screen villain is an inspiring hero in reality. The real gem@SonuSood #SonuSood #SonuSoodTheRealHero pic.twitter.com/GLDb8hIjqW
— Saket (@imsaket_02) May 26, 2020
“A man can die but not his ideas”.. The first man to get an idea of helping migrants and making it happen for them to reach their homes is sonusood @SonuSood sir.This act of ultimate humanity definitely demands a #PadmaShree to him. LotsOfLove sir.@PMOIndia ,@CMOMaharashtra
— VishwanathTata (@Vishwanath_Tata) May 26, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Sonu Sood