{#মুম্বই: লকডাউনের সময় থেকেই সাধারণ মানুষের চোখের মণি হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ ৷ নিজের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ৷ গরিবের রাজা রবিন হুড যেন রাতারাতি সবার চোখে নায়ক হয়েছিলেন ৷ শুক্রবারই জানতে পারা গিয়েছে সোনু নিগমের এই রূপ দেখে এক চলচ্চিত্র প্রযোজক সোনু সুদকে নায়কের ভূমিকায় অভিনয়ে নিতে আগ্রহী ৷
উই দ্য ওম্যানের অনলাইন সেশনে সোনু সুদ এমনটাই জানিয়েছেন ৷ সোনু সুদের ব্যক্তিগত জীবনের কার্যকলাপই তাঁর পুরো জীবনে শৈলীকে বদলে দিয়েছে এমনই মনে করেন ওয়াকিবহাল মহল ৷ সোনু সুদ প্রথমে সিম্বা, আর রাজকুমার পরে অরুন্ধতির মত ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ৷ তিনি জানিয়েছেন এখন সব ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ আসছে সোনু সুদের ৷
তিনি এও জানিয়েছেন ৪-৫টি দারুণ সংলাপ পেয়েছেন এর ফলেই তিনি আশাবাদী ৷ এক নতুন সূচনা সম্ভব তাঁর পক্ষে ৷ আগামী ভাল দিনের অপেক্ষায় রয়েছেন সোনু সুদ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sonu Sood