#মুম্বই: পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে চলেছেন প্রাণপন৷ কোনও খামতি রাখছেন না তাতে৷ নিয়মিত তাদের জন্য বাসের ব্যবস্থা করছেন, শ্রমিকদের পাঠাচ্ছেন বাড়ি৷ সোনু সুদের কাজে সুখ্যাতি এখন দেশজুড়ে৷ তিনিই আসল হিরো, এমনও রব উঠেছে নেটদুনিয়ায়৷ নিজে খুলেছেন টোল ফ্রি হেল্পলাইন নম্বর৷ যাতে তাঁর কাছে পৌঁছে যাওয়া যায় সহজেই৷
অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর কাছে নিজেদের দুর্দশার কথা বলছেন৷ সকলকেই নিজের সাধ্য মতো সাহায্য করেছেন অভিনেতা৷ এবার নিজের ফোনের মেসেজ বক্স শেয়ার করলেন সোনু৷ দেখা গেল যে অনর্গল তাঁর ফোনে ঢুকছে পরিযায়ী শ্রমিকদের মেসেজ৷ যার জেরে তাঁর ফোনের ইনবক্স উপচে পড়ছে৷ যে গতিতে ঢুকছে মেসেজ, দেখে মাথা খারাপ হয়ে যাবে৷
নিজের ফোনের স্ক্রিন শেয়ার করেছেন সোনু সুদ৷ সেখানে দেখা গিয়েছে যে ঝড়ের গতিতে ঢুকছে পরিযায়ী শ্রমিকদের মেসেজ৷ এই ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন যে, 'প্রচুর সংখ্যক মেসেজ পাচ্ছি৷ সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করছি৷ কিন্তু কারও যদি মেজেস মিস করে যাই, তাহলে ক্ষমা করবেন'৷
সোনু সুদের কাজে প্রশংসা করেছেন অনেক বলিউড তারাকা৷ তাঁর কাজের জন্য অজয় দেবগণ প্রশংসা করেছেন৷ অন্যদিকে ক্রিকেটার শিখর ধাওয়ানও ধন্যবাদ জানিয়েছেন সোনুকে৷ আপাতত পরিযায়ী শ্রমিকদের জন্য যতটা সম্ভব সাহায্যের কথাই বলছেন সোনু৷ কারণ এই গরিব মানুষের কষ্ট তিনি দেখতে পারছেন না৷ তাই ঝাঁপিয়ে পড়ে তাদের সাহায্য করছেন সোনু৷
आपके संदेश हमें इस रफ़्तार से मिल रहें हैं। मैं और मेरी टीम पूरी कोशिश कर रहें हैं हर किसी को मदद पहुँचे! लेकिन अगर इस में हम कुछ मेसजेज़ को मिस कर दें, उसके लिए मुझे क्षमा कीजिएगा pic.twitter.com/wS7vVk9bjv
— sonu sood (@SonuSood) May 27, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Migrant labour, Sonu Sood