Viral Video: সেটে এসে শ্যুট নয়, ধোসা বানিয়ে খাচ্ছেন সোনু! দেখুন ভিডিও

Viral Video: সেটে এসে শ্যুট নয়, ধোসা বানিয়ে খাচ্ছেন সোনু! দেখুন ভিডিও

সোনু সুদ

সোনু সুদের ধোসা বানানোর স্টাইল দেখে তাঁর ভক্তরা খুবই মুগ্ধ হয়েছেন।

 • Share this:

  #মুম্বই: লকডাউের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য বলিউড অভিনেতা সোনু সুদের অবদান ভোলার নয়৷ তিনি পরিযায়ী শ্রমিকদের কাছে মসিহা বা হিরো হিসেবে প্রতিপন্ন হয়েছেন৷ তিনি ছবির ভিলেন, কিন্তু বাস্তবের তিনিই হিরো বলে গড়েছেন নিজের ভাবমূর্তি৷ করোনা ও লকডাউনের সময় অত্যন্ত উল্লেখযোগ্য নাম অভিনেতা সোনু৷

  এর জন্য তাঁকে বিভিন্ন উপায়ে সম্মানও দেওয়া হয়েছে। আবার সোনু সুদ চলে এসেছেন আলোচনায়৷ তবে এবারও তাঁকে দেখা গিয়েছে অন্যকে সাহায্য করতে৷

  একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে সোনুর সুপ্ত প্রতিভা৷ শ্যুটিং সেটে সোনু৷ ব্যস্ত ধোসা বানাতে! একদম ঠিক শুনেছেন৷ সেটে ধোসা বানাচ্ছেন অভিনেতা৷ তিনি বলছেন যে নিজের কাজ নিজে করে নেওয়াই ভাল৷ তাই তো শ্যুটিং সেটে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছেন তিনি৷ তবে শুধু নিজের জন্য নয়, অন্যদেরও খাবার তৈরি করে দিতে প্রস্তুত সহৃদয়ের সোনু৷ কারণ তিনি মজা করে বলছেন যে, যেদিন তাঁর শ্যুটিং থাকে না, সেদিনও তাঁকে সেটে আসতে হচ্ছে, শুধুমাত্র ধোসা বানানোর জন্য৷ অর্থাৎ অন্যের মুখে খাবার তুলে দিতে তাঁর জুড়ি মেলা ভার৷

  অভিনেতার ভিডিও সম্পর্কে মন্তব্য করে ফারাহ খান লিখেছেন - 'ঘর আজা ফির'। ভিডিওতে সোনু সুদ মজার ছলে বলেছেন যে নির্মাতারা তাঁকে ধোসা বানানোর দিন সেটে ডাকছেন। যেখানে তার ছুটির দিনেও তিনি সেটে আসেন।

  সোনু সুদের ধোসা বানানোর স্টাইল দেখে তাঁর ভক্তরা খুবই মুগ্ধ হয়েছেন। যেভাবে তাঁকে ধোসা পরিবেশন করতে দেখা যায়, তাঁর ভক্তরা এই স্টাইলটি খুব পছন্দ করেন। সম্প্রতি তাঁকে একটি পাঞ্জবির মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। এ ছাড়া অভিনেতা এই মুহূর্তে তাঁর ছবি 'কিষান' নিয়ে ব্যস্ত রয়েছেন।

  Published by:Pooja Basu
  First published:

  লেটেস্ট খবর