#মুম্বই: বাস্তবের সুপারম্যান, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ‘মসিহা’ সোনু সুদ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন IAS পড়ুয়াদের দিকে ৷ অধ্যাপিকা মায়ের মৃত্যুবার্ষিকীতে শুরু করলেন তাঁর নামে এক স্কলারশিপ ৷
৪৭ বছর বয়সী এই অভিনেতা, বলিউডে জনপ্রিয় তাঁর খলনায়ক চরিত্রগুলোর জন্যেই কিন্তু বাস্তবে তিনিই হলেন আসল ‘সুপারহিরো’ ৷ লাখ লাখ মানুষ এই করোনার সঙ্কটকালে প্রিয়জনের কাছে পৌঁছতে পেরেছেন শুধুমাত্র তাঁর জন্যেই ৷ শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও পড়ুয়া ও আটকে পড়া মানুষদের ফিরিয়ে এনেছেন সোনু সুদ ৷ শুধু বাড়ি ফেরানোই কাজ খুঁজে দেওয়া থেকে গরিব চাষীকে ট্রাক্টর কিনে দেওয়া, দরিদ্র পড়ুয়াকে অর্থ সাহায্য, এই জনপ্রিয় অভিনেতার প্রতিটা কাজের কথা বলতে গেলে প্রায় একটা বই লিখে ফেলতে হবে ৷
১৩ অক্টোবর ছিল সোনুর মা সরোজ সুদের ১৩তম মৃত্যুবার্ষিকী। মায়ের কাজকে স্মরণে রেখে সেদিনই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ( IAS )-এ যেতে চাওয়া তরুণদের জন্য একটি স্কলারশিপ লঞ্চ করেন সোনু ৷ সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি শেয়ার করে এক আবেগঘন নোটও লেখেন অভিনেতা ৷ মায়ের উদ্দেশে সোনু লিখেছেন- ‘১৩ অক্টোবর। ১৩ বছর হয়ে গিয়েছে মা। এখানে সবকিছু ঠিক আছে। তুমি থাকলে আরও একটু বেশি ভাল হতো। তোমাকে মিস করি মা।’ ‘প্রফেসর সরোজ সুদ স্কলারশিপ’ চালু করে সোনু জানিয়েছেন, দেশের সেবা করতে যারা আইএএস- হতে চান তাদের জন্যই এই স্কলারশিপ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sonu Sood