#হায়দরাবাদ: লকডাউনে মসিহার ভূমিকা পালন করেছেন অভিনেতা সোনু সুদ। বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আর এবার নিজের আসন্ন ছবি 'আচার্য'-র আর্থিক ভাবে পিছিয়ে পড়া সদস্যদের ১০০টি স্মার্টফোন উপহার দিলেন। তেলুগু ছবি 'আচার্য'-তে খুব শীঘ্রই দেখা যাবে সোনুকে।
চিরঞ্জীবী অভিনীত এই দক্ষিণী ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোনুকে। গত নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং করছেন সোনু। লকডাউনে চলচ্চিত্র জগতের টেকনিশিয়ান সহ বহু কর্মীর আর্থিক অবস্থা ভেঙে পড়ে। তাই সেই কথা মাথায় রেখে অভিনেতা ছবির গ্রাউন্ড লেভেল কর্মীদের হাতে তুলে দেয় এই ফোন।
বিশেষ করে এই ছবির সঙ্গে আর্থিক ভাবে পিছিয়ে পড়া যে কর্মীরা রয়েছেন তাদের জন্যই এই উদ্যোগ নেন সোনু সুদ। প্রসঙ্গত, লকডাউন চলাকালীন একের পর এক জনহিতকর কাজ করছেন সোনু সুদ। লকডাউন চলাকালীন বহু শ্রমজীবী মানুষকে সাহায্য করেছেন তিনি। অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক দের ঘরে ফিরিয়েছেন অভিনেতা। কখনো ট্রেন-বাস, আবার কখনও একটি বিমান ভাড়া করে পরিযায়ী শ্রমিক দের ঘরে ফিরিয়েছেন তিনি। বলা যায় ত্রাতার ভূমিকা পালন করেছেন সোনু সুদ।
উল্লেখ্য, সাধারণত খলনায়কের চরিত্রে অভিনয় করেন সোনু। কিন্তু বাস্তবে তিনি যে একজন বড় মনের মানুষ তার পরিচয় তিনি বার বার দিয়েছেন।