#মুম্বই: আমার ভাই সবাইকে ছেড়ে চলে গেল৷ এ ভাবেই সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন গায়ক সোনু নিগম৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্ট করেন তিনি৷
View this post on Instagram
বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি সাজিদ- ওয়াজিদ খ্যাত ওয়াজিদ খানের এ দিনই মৃত্যু হয়েছে৷ মাত্র ৪২ বছর বয়সে সঙ্গীত পরিচালকের প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া৷ দীর্ঘদিন ধরেই কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ খান৷
সাজিদ- ওয়াজিদের সুরে বলিউডের একাধিক হিট গান গেয়েছেন সোনু৷ 'দবাং সিরিজ', 'গর্ব', 'মুঝসে শাদি করোগি', 'ভির', 'সাওয়ান', 'পার্টনার'-এর মতো বহু ছবিতে সাজিদ-ওয়াজিদের সুরে বিভিন্ন জনপ্রিয় গান গেয়েছেন সোনু৷ তারও অনেক আগে অবশ্য ১৯৯৯ সালে সাজিদ-ওয়াজিদের সুরে সোনুর অ্যালবাম 'দিওয়ানা'-র গানগুলিও দুর্দান্ত হিট হয়েছিল৷ যা বলিউডে সাজিদ-ওয়াজিদকে প্রতিষ্ঠা পেতে অনেকটাই সাহায্য করেছিল৷
সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট এ দিন ওয়াজিদ খানের মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, কিডনি সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ওয়াজিদ খান৷ কিছুদিন আগে তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়েছিল৷ কিন্তু তার পর ফের নতুন করে সমস্যা দেখা দেয়৷ গত চারদিন ধরে ভেন্টিলেটরে রাখতে হয়েছিল তাঁকে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।