Home /News /entertainment /
নতুন করে আবার সলমনের রোষের মুখে পড়লেন বিবেক ওবেরয়!

নতুন করে আবার সলমনের রোষের মুখে পড়লেন বিবেক ওবেরয়!

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই: বিবেক ওবেরয়ের সঙ্গে সলমন খানের যে সম্পর্ক ভাল না তা তো সবাই জানে। কোন এক কালে ঐশ্বর্যর প্রেমে পড়েছিলেন নাকি বিকেক। আর তা নিয়েই সলমন রেগে যান বিবেকের উপর। মারপিট, হুমকি কত কিছু যে হয়েছে সে সময়। তারপর অনেকগুলো বছর কেটে গিয়েছে। বিবেককে আর সেভাবে কোনও ছবি করতে দেখাই যায়নি। বিবেক কিন্তু ভাল অভিনেতা ছিলেন তাও তিনি বলিউডে কাজ পেতেন না। বলিউডে কানাঘুষো চলে যে সলমন খানের জন্যই নাকি বিবেক কাজ পান না। অনেক দিন বাদে নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয় করতে দেখা গেছে বিবেককে।

  কিন্তু সেই ছবি নিয়েও গণ্ডগোলের শেষ নেই। এই ছবি রিলিজের আগেই মারা গেলেন ছবির পরিচালক মুকুল আনন্দ। পিছিয়ে গেল ছবির রিলিজ ডেট। তারমধ্যেই বিতর্ক বাধে, ছবির গীতিকার হিসেবে জাভেদ আখতার ও সমীরের নাম টাইটেল কার্ডে ব্যবহার করা নিয়ে। জাভেদ আখতার কিছু জানতেনই না। তিনি কাজ করেননি এই ছবিতে তাও কেন তাঁর নাম ব্যবহার করা হয়েছে বলে প্রশ্ন করেন জাভেদ। তখন প্রযোজক সন্দীপ সিংহ স্পষ্ট করেন, দু’টি পুরনো গান ব্যবহার করা হয়েছে, যেগুলো জাভেদ আখতার ও সমীরের লেখা। তাই তাঁদের নাম ক্রেডিটে দেওয়া হয়েছে। এরপরের বিতর্কটা বাঁধে ওই গান নিয়ে। গানটা সলমান খানের ছবি 'দশ' এর 'সুনো গর সে দুনিয়াওয়ালো'। এই গান ব্যবহার করা হয় কিন্তু সেটাও জানানো হয় না সলমনকে। একে বিবেকের ছবি তাঁর ওপরে সলমনের অভিনীত ছবির গান ব্যবহার। এই ঘটনায় বেজায় চটেছেন সল্লুভাই। যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল, তাই এখনও কিছু বলেননি বিবেককে। তবে সলমন ছেড়ে দেওয়ার পাত্র নন। বিবেককে আবার নতুন করে না পড়তে হয় সলমনের রাগের মুখে। সলমন যেন কিছুতেই পিছন ছাড়ছেন না বিবেকের। একেই হয়তো বলে দুশমনি।

  First published:

  Tags: Biopic, Narendra Modi, Salman Khan

  পরবর্তী খবর