#মুম্বই: সোনম কাপুর। বলিউডের নামকরা অভিনেত্রীদের মধ্যে তিনিও একজন। একের পর এক ভাল ছবিতে কাজ করে সোনম বলিউডের নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তাঁর বাবা অনিল কাপুর। তবে বলিউডে কেরিয়ার তৈরিতে বাবার তেমন সাহায্য নেননি করিনা। সোনমের প্রথম ছবি 'সাওরিয়া'। এই ছবিতে সোনমের সঙ্গেই ডেবিউ করেছিলেন রণবীর কাপুর। ছবি তেমন না চললেও দু'জন অভেনেতাই নজর কেড়েছিলেন সকলের। তবে সোনম অভিনয় ছাড়াও তাঁর ফ্যাশনের জন্যও বেশ খ্যাত।
সোনমের স্টাইল সেন্স এতটাই ভাল, তিনি যে পোশাকই পরেন তাতেই সকলের নজর কাড়েন। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন। গাড়িতে বসে রয়েছেন তিনি। কালো অফ সোলডার ড্রেস। গলায় মুক্তোর মালা। কার্লি হেয়ার। গাড়ির সামনের সিটে বসে রয়েছেন তিনি। এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, "ড্রাইভে যেতে চাই , কিন্তু যাওয়ার কোনও জায়গা নেই।" এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে কয়েক লাখ ভিউ ছাড়িয়েছে।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Instagram, Sonam Kapoor