#মুম্বই: রমজানের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন সোনম কাপুর৷ তার ছবিটি সাদা-কালো৷ কারণ সম্ভবত এই সময়টা বোঝাতে চেয়েছেন তিনি, তাঁর ছবিতে৷ আর এই বার্তা দিতে চেয়েছেন যে এই কঠিন সময় কেটে যাবে৷ আসবে রঙিন দিন৷ সোনমের পাশাপাশি আরও অনেক বলিউড তারকাই রমজানের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন৷ দেখুন...
শুরু হল পবিত্র রমজান মাস৷ একমাসের এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে নেই কোনও উচ্ছ্বাস৷ কারণ পৃথিবী জুড়ে চলছে করোনার প্রকোপ৷ বহু দেশ লকডাউনের পথে হেঁটেছে৷ ফলত দোকনপাঠ বন্ধ৷ এবং জমায়েত হবার কোনও উপায় নেই৷ কারণ ভিড়ে করোনা ছড়াতে পারে, এই আশঙ্কা তো ছিলই আগে থেকে৷ বন্ধ রয়েছে সব মসজিদ৷ ফলে বাড়িতে বসেই চলছে নমাজ পাঠ৷ লকডাউন বলে তো থেকে থাকবে না উৎসবের সময়৷ কিছুটা ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন অনেকে৷ মনে করছেন বাড়িতেই প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে পালিত হোক রমজান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Ramzan Mubarak, Sonam Kapoor