#মুম্বই: আজ ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন। তাঁর জন্মদিনটিকেই ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। দেশে এখন চলছে করোনা আবহ। এই সময় সামনে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন ডাক্তাররা। তাই আজকের দিনে সকল ডাক্তারকে জানানো হচ্ছে শুভেচ্ছা। বলিউড স্টাররাও তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার সোনাক্ষি সিনহাও হাঁটলেন এই পথে।
View this post on Instagram
তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন একটি ভিডিও। সেখানে তিনি করোনার সঙ্গে লড়াই করা সকল ডাক্তারদের শ্রদ্ধা ও স্যালুট জানালেন। এই ভিডিও পোস্ট করে সোনাক্ষি লিখলেন, "শুভ চিকিৎসক দিবস। আমাদের দেশের সত্যিকারের হিরোদের শ্রদ্ধা।" কয়েক দিন আগেই সুশান্তের মৃত্যুর পর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছেন সোনাক্ষি। নেপোটিজম নিয়ে উঠেছিল কথা। সে অর্থে দেখতে গেলে তিনিও স্টারকিড। কিন্তু নিজের অভিনয় দক্ষতাতেই কাজ করছেন তিনি। ট্যুইটার তাঁর মানসিক চাপ বাড়াচ্ছিল। তাই বন্ধ করেছেন অ্যাকাউন্ট। কিন্তু ইনস্টাগ্রামের হ্যান্ডেলটি এখনও তিনিই দেখছেন। এখানেই ডাক্তারদের শ্রদ্ধা জানালেন তিনি।