corona virus btn
corona virus btn
Loading

'' 'চুসা হুয়া আম' নয়, মোটাসোটা হিরোইনই পছন্দ '', বেফাঁস বন্তব্যে বিতর্কে অক্ষয়

'' 'চুসা হুয়া আম' নয়, মোটাসোটা হিরোইনই পছন্দ '', বেফাঁস বন্তব্যে বিতর্কে অক্ষয়

''আমি পঞ্জাবি, 'হরি ভরি' হিরোইনই আমার পছন্দ, 'চুসা হুয়া আম' যেন না মনে হয়...''

  • Share this:

#মুম্বই:  ‌'' চুপসানো আমের মতো রুগ্ন নয়, মোটাসোটা হিরোইনই আমার পছন্দ!'' একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন অক্ষয় কুমার! তাঁর ভাষায়, '' আমি পঞ্জাবী, 'হরি ভরি' হিরোইনই আমার পছন্দ, 'চুসা হুয়া আম' যেন না মনে হয়...''

'খিলাড়ি'র এই মন্তব্য ছিল সোনাক্ষী সিনহা-কে নিয়ে, আর তা নিয়েই সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই মন্তব্যটি তিনি করেছিলেন ২০১২ সালে, কিন্তু আচমকা সেই পুরনো মন্তব্য ঘিরে এই সময়ে শুরু হয়েছে তুমল বিতর্ক। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় সেই সাক্ষাৎকারের ভিডিওটি, আত তারপরই তা ভাইরাল! নেটিজেনদের মতে, শরীর নিয়ে কটূক্তি ও মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন অক্ষয় কুমার! শেষ পর্যন্ত অক্ষয়কে বাঁচাতে মাঠে নামেন খোদ সোনাক্ষীই! সপাটে জানিয়ে দেন, ''অক্ষঞ কুমারের মন্তব্যে যখন আমারই কোনও সমস্যা নেই, তখন বাকিদের এত সমস্যা হচ্ছে কেন?'' তিনি আরও জানান, '' ট্রোল-কে গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই! আমার অক্ষয় কুমারের সঙ্গে খুব ভাল সম্পর্ক। আমরা ভাল বন্ধু,পেশাগত সম্পর্কও খুব ভাল!''

First published: October 21, 2019, 9:07 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर