corona virus btn
corona virus btn
Loading

মেয়ের মা হলেন সোহা আলি খান

মেয়ের মা হলেন সোহা আলি খান
It’s a girl for Soha Ali Khan and Kunal Kemmu

গত বছরে তৈমুর হওয়ার পর, পিসি হয়েছিলেন সোহা আলি খান ৷ আর তার কিছুদিন পরেই খবরে এসেছিল সোহা আলি খানও প্রেগন্যান্ট !

  • Share this:

#মুম্বই: গত বছরে তৈমুর হওয়ার পর, পিসি হয়েছিলেন সোহা আলি খান ৷ আর তার কিছুদিন পরেই খবরে এসেছিল সোহা আলি খানও প্রেগন্যান্ট ! তখন থেকেই জল্পনা ছিল তুঙ্গে ৷ বৌদি করিনার মতোই কি প্রেগনেন্সি নিয়ে বিন্দাস থাকবেন সোহা? তবে সে সব এখন অতীত ৷ দেবীপক্ষেই সোহার কোল আলো করে এল কন্যা সন্তান ৷ সোহার স্বামী কুণাল খেমুই সুখবরটি শেয়ার করলেন ট্যুইটারে ৷

ট্যুইটারে কুণাল লিখলেন, ‘এমন একটি পবিত্র দিনে মেয়ের জন্ম ৷ সকলকে ধন্যবাদ ভালবাসা ও আশীর্বাদের জন্য।’

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন সোহা আলি খান ৷ মা ও মেয়ে সুস্থই৷ দুর্গা উৎসবের সঙ্গে সঙ্গে দুই পরিবারে এখন নতুন সদস্য আসার উৎসব!

First published: September 29, 2017, 2:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर