#মুম্বই: গান নিয়ে তিনি সব সময় চর্চা করেন৷ গায়িকা হিসেবেই তিনি বিখ্যাত৷ কিন্তু এর মানে যে তিনি অন্য আর কিছু করেন না, তা একেবারেই৷ নয়৷ বাঙালি বাড়ির মেয়ে শ্রেয়া ঘোষাল রান্নাও করেন গুছিয়ে৷ লকডাউনের সময় তার প্রমাণ দিলেন নিজেই৷ শেয়ার করলেন রান্নার ভিডিও৷
লকডাউনে সবাই বাড়িতে আটকে৷ শিল্পীরাও৷ তারও বাড়ি থেকে না বেড়িয়েই সোশ্যাল সাইটে আপলোড করছেন গান৷ কেউ বা ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইভে এসে ভক্তদের গান শোনাচ্ছেন৷ এতে মানুষে মন ভাল থাকছে আর শিল্পীরাও করছেন তাদের শিল্পচর্চা৷ শ্রেয়া ঘোষালও ব্যতিক্রম নন৷ তিনিও নিয়মিত লাইভে এসে গান শোনাচ্ছেন, সরাসরি কথা বলছেন সকলের সঙ্গে৷ তবে সবটাই হচ্ছে বাড়িতে থেকে৷ বারবার সেই বার্তাও দিচ্ছেন বিশিষ্ট এই শিল্পী৷
এবার শ্রেয়া হাতে তুলে নিলেন হাতা-খুন্তি৷ বাড়িতে রান্না করলেন গুছিয়ে৷ রান্না হল স্পেগেটি৷ অর্থাৎ বাঙালি কোনও পদ নয়, আপাতত লকডাউনে বাড়িতে ইতালিয়ান খাবারই বেছে নিলেন শ্রেয়া৷ নিরামিষ স্পেগেটি বানালেন আর সেই ভিডিও শেয়ার করলেন গায়িকা৷ যার গান শুনেছেন এতদিন, এবার দেখুন তার হাতের রান্না!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Shreya Ghoshal