Shreya Ghoshal: মা হলেন শ্রেয়া ঘোষাল, জন্ম দিলেন ফুটফুটে সন্তানের

মা হলেন শ্রেয়া ঘোষাল । ছবি- ইনস্টাগ্রাম ।

মার্চের শুরুতেই খুশির খবর দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ৷ বিয়ের ৬ বছর পর এ বার সন্তান এল শ্রেয়া ও শিলাদিত্যর সংসারে ৷

 • Share this:

  #মুম্বই: মা হলেন নায়িকা শ্রেয়া ঘোষাল । ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি । আজ, শনিবার বিকেলে শ্রেয়া এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সংসারে আলো করে নতুন অতিথি এসেছে । নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গায়িকা । তিনি লিখেছেন, ‘‘ঈশ্বর আমাদের মূল্যবান পুত্ররত্ন দিয়ে আশীর্বাদ করেছেন । এটা এমন একটা অনুভূতি যা আগে কখনও বুঝতে পারিনি । শিলাদিত্য আর আমি আর আমার পরিবার, আজ খুব খুশি । অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ছোট্ট সন্তানকে অসংখ্য ভালবাসা, প্রার্থনা আর আশীর্বাদ দেওয়ার জন্য ।’’

  মার্চ মাসের শুরুতেই সুখবর এসেছিল। বেবি বাম্পের ছবি শেয়ার করে বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। ৫ ফেব্রুয়ারি ছিল শ্রেয়ার বিবাহবার্ষিকী ৷ তারপর মার্চের শুরুতেই খুশির খবর দেন তিনি ৷ বিয়ের ৬ বছর পর এ বার সন্তান এল শ্রেয়া ও শিলাদিত্যর সংসারে ৷ এপ্রিল মাসে ঘটা করে সাধও খেয়েছিলেন শ্রেয়া । করোনা পরিস্থিতিতে বাইরে বেরতে না পারায় শ্রেয়ার বন্ধুরা তাঁকে ভার্চুয়াল সাধ খাইয়েছিল । তবে বাবা-মা ও পরিবারের সকলের কাছ থেকে ঘরোয়া ভাবে বেবি শাওয়ারেরও অনুষ্ঠান হয়েছিল শ্রেয়ার ।

  এর আগে বেবি বাম্পের ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছিলেন, 'জীবনের সেরা সময় কাটাচ্ছি, এটা ঈশ্বরের মিরাকল ছাড়া আর কিছুই না।' নিজের প্রেগন্যান্সির কথা সকলকে জানাতে গিয়ে শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'বেবি শ্রেয়াদিত্যা আসছে। শিলাদিত্য মুখোপাধ্যায় ও আমি এই খবর আপনাদের দিতে গিয়ে শিহরিত হচ্ছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।'

  শিলাদিত্য ও শ্রেয়া বিয়ে করেছিলেন ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি। ২০০২ সালে 'দেবদাস' ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রেয়া। এছাড়াও একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। নতুন মিউজিক ট্যালেন্ট হিসেবে পেয়েছেন আর ডি বর্মণ পুরস্কারও।

  Published by:Simli Raha
  First published: