#মুম্বই: বুধবার রাতেই পুত্রসন্তানের জন্ম দিয়ে মা হলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নীতি মোহন (Neeti Mohan)। স্বামী নীহার পান্ড্যর (Nihaar Pandya) সঙ্গে এটিই তাঁর প্রথম সন্তান। বৃহস্পতিবার সকালে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ফ্যানেদের সঙ্গে এই সুখবর শেয়ার করেছেন গায়িকা। পোস্টে নীতি লিখেছেন, 'আমাদের পরিবার, নীহার পান্ড্য ও আমি অভিভূত গতরাতে আমাদের ছেলের জন্মের পর থেকে। এই ছোট্ট হাতটা আমার হাতে ধরার অনুভূতি সবচেয়ে সেরা। এখনও ডুবে রয়েছি। আমরা খুব খুশি, আপনাদের সকলের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'
নীতির পোস্টে তাঁর স্বামী নীহার কমেন্ট করে লিখেছেন, 'আমার সুন্দরী স্ত্রী আমাকে সুযোগ দিয়েছে নিজের ছেলেকে সেই সব কিছু শেখানোর যা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন। ও প্রতিদিন আমার জীবনে আরও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। সবচেয়ে জরুরি, নীতি ও আমাদের সদ্যোজাত একেবারেই সুস্থ রয়েছে।' নীতির পোস্ট করা ছবিতে নীহার আরও লিখেছেন, 'আজ মুম্বইতে মেঘে ঢাকা, বৃষ্টিমুখর দিন। কিন্তু আমরা সানরাইজ দেখেছি... মোহন ও পান্ড্যরা সমস্ত ঈশ্বর, চিকিৎসক, নার্স, বন্ধু ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানায় এতটা সহযোগিতা ও ভালোবাসার জন্য।'
View this post on Instagram
এক বন্ধুর বিয়েতে গিয়ে আলাপ হয়েছিল নীতি ও নীহারের। কপিল শর্মার টক শো-তে গিয়ে নিজেদের প্রেমের কথা জানিয়েছিলেন তাঁরা। নীহার বলেছিলেন, 'আসমার এক বন্ধু নীতিরও বন্ধু ছিল। আমি ওই বন্ধুকে সব সময়ই বলতাম নীতির সঙ্গে আমাকে আলাপ করাতে। কিন্তু তা কোনও দিন হয়নি। অবিশ্বাস্য ভাবে ওই বন্ধুরই বিয়েতে এক বছর আগে গোয়ায় আমি প্রথম আলাপ করি নীতির সঙ্গে। তখন থেকেই ওর প্রেমে পড়ে যাই। আর সেখান থেকেই আমাদের প্রেমকাহিনি শুরু হয়ে যায়।'
বলিউডের বেশ কয়েকটি হিট গান গেয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীতি মোহন। জিয়া রে, ইশকওয়ালা লভ ও সাডি গলি আজার মতো গান গেয়েছেন তিনি। নীহার নিজে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। মণিকর্ণিকা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neeti mohan