#মুম্বই: অরিজিৎ সিং এখন সবারই হট ফেভারিট গায়ক ৷ এক গানেই শ্রোতাদের বুঁদ করে রাখেন তিনি ৷ তাই তো প্রত্যেক বছরই বলিউড গানের হিট লিস্ট বের হলে, বেশিরভাগটাতেই থাকে অরিজিতের গান ৷ এমনকী, ফোর্বস সেলিব্রিটির তালিকাতে ২৬ নম্বরে নিজের নাম লিখিয়ে ফেলেছেন অরিজিৎ সিং ৷
তবে এবার নতুন খবর হল মুম্বইয়ে অরিজিৎ কিনলেন ৪টে ফ্ল্যাট ! একই কমপ্লেক্সের একই ব্লিডিংয়ে ৪ টে ফ্ল্যাট কিনে ফেললেন অরিজিৎ ৷ যার দাম ৯ কোটি টাকা !
জানা গিয়েছে, ৩২ স্কোয়ার মিটারের একটি ফ্ল্যাট অরিজিৎ কিনেছেন ১ কোটি ৮০ লাখ, আরেকটি ৭০ স্কোয়ার মিটারের ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ২০ লাখে ৷ আরেকটি ৮০ স্কোয়ার মিটারের ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ৬০ লক্ষ টাকায় ৷ অন্য আরেকটি ৭০ স্কোয়ার মিটারের ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ৫০ লাখ টাকায় ৷
ফোর্বসের তরফ থেকে জানানো হয়েছে অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭১ কোটি ৯৫ লাখ টাকা ৷ বলিউডে পা রাখার পর থেকে এখনও অবধি ১৮ টি হিন্দি ছবিতে গান গেয়েছেন অরিজিৎ ৷ দেশে-বিদেশে কনসার্টও করেন অরিজিৎ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arijit Singh, Bollywood, Mumbai, News, Singer