#মুম্বই: সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবানী (Kiara Advani) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'শেরশাহ' (Shershaah) নিয়ে বড় ঘোষণা ছবির নির্মাতাদের। বৃহস্পতিবার ছবির নির্মাতারা জানিয়ে দিলেন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবি এবং এবারের স্বাধীনতা দিবস উপলক্ষেই ১২ অগস্ট মুক্তি পাবে ছবিটি (Shershaah Release Date)। ছবিটির প্রযোজক করণ জোহরের ধর্মা প্রোডাকশন্স।
এদিন একটি এক মিনিটের ভিডিও শেয়ার করা হয়েছে ছবির নির্মাতাদের তরফে। সেখানে ভারতীয় সেনার পোশাকে প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। এরই সঙ্গে কার্গিল যুদ্ধের সময়ের কিছু সত্যিকারের ফুটেজও জুড়ে দেওয়া হয়েছে ভিডিওতে। বিক্রম বাত্রা ও সাংবাদিক বরখা দত্তকেও দেখা গিয়েছে সেখানে। আবেগের মিশ্রনে যুদ্ধের ছবি হতে চলেছে 'শেরশাহ'।
বৃহস্পতিবার ট্যুইটারে করণ জোহর প্রথম এই ছবির মুক্তির দিন জানিয়ে পোস্ট করেছিলেন। তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রার সাহসী গল্প। আমি গর্বিত, উচ্ছ্বসিত ও আনন্দিত এই ছবির সঙ্গে কাজ করে। অ্যামাজন প্রাইমে ১২ অগস্ট মুক্তি ছবির।' ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সৈনিক ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। ভারতের জন্য কী ভাবে তিনি নিজের জীবন দিয়েছিলেন সেই গল্পই রয়েছে ছবির প্লটে।
সত্যিকারের এই কাহিনি পর্দায় পরিচালনা করেছেন বিষ্ণু প্রধান। শেরশাহ ছবিতে আরও দেখা যাবে শিব পণ্ডিত, রাজ অর্জুন, প্রণয় পাচুরি, হিমাংশু অলোক মালহোত্রা, নিকতিন ধীর, অঙ্কিতা গোরায়া, অনিল চরণজিত, সাহিল বেদ, শাতফ ফিগর ও পবন চোপড়াকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiara Advani, Sidharth Malhotra