#মুম্বই: শুধু ইনস্টাগ্রাম! ফেসবুক, ট্যুইটারে সুশান্ত শেষ পোস্ট করেছিলে গতবছর ডিসেম্বরে। তারপর থেকে আর একটিও পোস্ট করেননি। কেন? তাহলে কী সত্যিই অবসাদ এমন ভাবে ঘিরে ধরেছিল তাঁকে যে সামাজিক জীবন থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন বলিউডের এই সুপারস্টার? উত্তর এখনও মেলেনি। তবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত।
শেষ কয়েকবছরে তাঁকে এমন কয়েকটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে যা একবগ্গা নয়। ব্যোমকেশ বক্সি থেক মহেন্দ্র সিং ধোনি, একেবারে ভিন্ন ধারার চরিত্রে তিনি বারবার মাত করে দিয়েছিলেন। অভিষেক চৌবে পরিচালিত সোন চিড়িয়া ও ছিঁছোড়ে–তে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। বলা যায়, তাঁর প্রজন্মের অভিনেতাদের তালিকায় তিনি সেরার শিরোপা পেতেই পারেন। কিন্তু এমন একজন সদা হাস্য, কেরিয়ারের মধ্যগগনে থাকা অভিনেতার এমন কী হল?
Right from exploring the local tourist attractions to experiencing the culture from a closer lens, it was just perfect! And what made it better was to get upto 5% cashback every-time I swiped my @mastercardindia @icicibank#TravelWithMastercard #StartSomethingPriceless pic.twitter.com/YO3z865A5a
— Sushant Singh Rajput (@itsSSR) December 27, 2019
সোশ্যাল মিডিয়া থেকে তাঁর নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়টি কি ইঙ্গিত করছে কোনও দিকে? নাকি গতবছর ডিসেম্বর মাস থেকেই সুশান্তের জীবন একটু একটু করে পাল্টাতে থাকে? তার আগে নিয়মিত ফেসবুক, ট্যুইটারে তাঁর পোস্ট দেখা যেত। নিজেকে সে সব থেকে সরিয়ে নিয়ে শুধু তিনি রয়ে গেলেই ইনস্টাগ্রামে। সেখানেও কখনও বিজ্ঞান নিয়ে পোস্ট, কখনও মায়ের জন্য স্মৃতিচারণা। পাল্টে গিয়েছিল তার জীবন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushantsigrajput