Home /News /entertainment /

Shreya Ghoshal Post: ভাইয়ের জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল, দেখুন

Shreya Ghoshal Post: ভাইয়ের জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল, দেখুন

Happy Birthday Sherya Ghoshal brother Soumadeep

Happy Birthday Sherya Ghoshal brother Soumadeep

লকডাউনের মধ্যে ভাইয়ের সঙ্গে একটি গানের সিঙ্গলস ও প্রকাশ করেছেন শ্রেয়া৷

 • Share this:

  #মুম্বই: শ্রেয়া ঘোষাল৷ এই প্রজন্মের সবথেকে সুরেলা কন্ঠের অধিকারী৷ কিছুদিন ধরেই খবরে রয়েছেন তিনি৷ কারণ মা হতে চলেছেন শ্রেয়া৷ যা নিয়ে ভক্তরা খুবই উচ্ছ্বসিত৷ শ্রেয়া নিজেও তাঁর সাধের ছবি পোস্ট করেছেন৷ যেখানে বাড়িতে রীতি মেনে খাওয়ার আয়োজন হয়েছিল৷ আর বাকি তাঁর নিকট আত্মীয় বা বন্ধুরা ছিলেন অনলাইনে! সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ আর এসবের মধ্যে চলে এল শ্রেয়া ঘোষালের ভাইয়ের জন্মদিন৷ ভাই সৌম্যদীপকে  আদরে ভরিয়ে দিলেন দিদি শ্রেয়া৷

  সোশ্যাল মিডিয়ায় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ লিখেছেন যে "শুভ জন্মদিন আমার পাগল ভাই সৌম্য ঘোষাল৷ গোটা দুনিয়া একদিকে আর আমরা একদিকে৷ আমার দেখা অনেকের মধ্যে খুব বিনয়ী, সৎ, যত্নশীল, কর্মঠ, প্রতিভাবান ছেলে তুমি৷ আমার প্রিয় বন্ধু, আমার বাচ্চা, সুস্থ থাকো৷ ঈশ্বর তোমায় খুশিতে ভরিয়ে রাখুক৷"

  লকডাউনের মধ্যে ভাইয়ের সঙ্গে একটি গানের সিঙ্গলস ও প্রকাশ করেছেন শ্রেয়া৷ দিদির মতো শ্রেয়ার ভাইও গানের ব্যাপারে খুবই আবেগপ্রবণ৷ ফলে দু’জনে মিলে একসঙ্গে কাজ দারুণ ভাবে এগিয়েছে, জানিয়েছেন শ্রেয়া নিজেই৷ অঙ্গনা মোরে গানটি লিখেছেন ও সুর দিয়েছেন শ্রেয়া নিজে৷ গেয়েছেনও তিনি৷ আর মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন তাঁর ভাই সৌম্য৷ এভাবেই দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট থাক৷ জন্মদিনে শ্রেয়ার ভাইয়ের প্রতি শুভেচ্ছা রইল৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Brother, Shreya Ghoshal

  পরবর্তী খবর