corona virus btn
corona virus btn
Loading

খালি গলায় 'তারে গিন' গান গেয়ে সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানালেন শ্রেয়া ঘোষাল !

খালি গলায় 'তারে গিন' গান গেয়ে সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানালেন শ্রেয়া ঘোষাল !
photo source collected

'তারে গিন' গানটি গেয়েছেন মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষাল।

  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুত ১৪ জুন তাঁর ফ্ল্যাটে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে অবসাদ। পর পর হাত থেকে বড় বাজেটের ছবি চলে যাওয়ায় অবসাদে চলে গিয়েছিলেন তিনি। এমনটাই মনে করছে সকলে। যদিও অনেকে আবার বলছেন এটা আত্মহত্যা নয় খুন। সিবিআই তদন্ত দাবি করছে দেশের বহু মানুষ। এই অবস্থায় সুশান্তের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' মুক্তি পাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। সুশান্তের ফ্যানেরা এই ছবি দেখতে চেয়েছেন বলেই এত তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে এই ছবি। কিন্তু ওটিটিতে মুক্তি পাওয়ায় খুশি নয় তাঁর ফ্যানেরা।

এই ছবির ট্রেলর ইতিমধ্যেই পিছনে ফেলেছে 'বাহুবলি'-কেও। মুক্তি পেয়েছে 'দিল বেচারা'র গান 'তারে গিন'। সুশান্ত ও সঞ্জনার মিষ্টি প্রেমের গল্প 'দিল বেচারা'। ট্রেলর দেখেই কেঁদে ফেলেছেন অনেকে। সকলে বলছেন সুশান্ত বেঁচে থাকলে দেখতো, এই ছবিই তাঁর জীবনের মোড় বদলে দিত। কিন্তু তা তো আর হওয়ার নয়।

'তারে গিন' গানটি গেয়েছেন মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষাল। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কিছু লেখেননি শ্রেয়া। তবে গান মুক্তি পাওয়ার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খালি গলায় 'তারে গিন' গানের দু লাইন গাইলেন তিনি। এই গান গেয়ে সুশান্তকে শ্রদ্ধা জানালেন শ্রেয়া। তিনি লিখলেন, 'এই গান সকলের মনে জায়গা করে নিয়েছে। এই গান তাঁর জন্য যে এখন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।" এই পোস্টে তিনি ট্যাগও করেছেন সুশান্তকে।

Published by: Piya Banerjee
First published: July 16, 2020, 11:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर