#মুম্বই: বাড়িতে বসে একান্তে অবসর যাপন বা বৃষ্টির দিনে বিশুদ্ধ ল্যাদ খাওযার সুযোগ বোধহয় বলিউড তারকাদের ভাগ্যে একেবারেই জোটে না । তার উপর যদি নায়িকার নাম হয় শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) তা হলে তো আর কথাই নেই । তিনি শুধু জনপ্রিয় বাবা শক্তি কাপুর (Shakti Kapoor)-এর মেয়েই নন, এখন তো নতুন প্রজন্মের বলি-তারকাদের মধ্যে তিনি অন্যতম । হাতে একের পর এক বিগ বাজেট ছবি... তাঁর কী আর নিঃশ্বাস ফেলার সময় আছে?
তবু ভাগ্য ভাল এখন আংশিক লকডাউন চলছে গোটা দেশেই । প্রেক্ষাগৃহ বন্ধ । ফলে সিনেমার শ্যুটিংও তেমন জোরকদমে শুরু হয়নি । চাই বৃষ্টি ভেজা বাণিজ্যনগরীতে নিজের ঘরে, মনের মতো অবসর কাটাচ্ছেন শ্রদ্ধা । পোষ্য শাইলোর সঙ্গে খেলা করেই কাটছে নায়িকার সময় । সেই ছবিই সম্প্রতি শেয়ার করেছেন নায়িকা, তাঁর সোশ্যাল মিডিয়া পেজে । লিখেছেন, ‘মনসুন স্নাগেলস’, অর্থাৎ বৃষ্টির দিনের আশ্লেষে জড়ানো । কিন্তু শ্রদ্ধার শেয়ার করা সেই ছবিতে সবচেয়ে বেশি নজর কাড়ছে, জানলার পিছনে বাইরের অনবদ্য ভিউ । ছবিটিতে ধরা পড়ে গিয়েছে নায়িকার মুম্বই অ্যাপার্টমেন্টের ছোট্ট একটা টুকরো । যা দেখে বিষ্ময় আর কাটতে চাইছে না নেট নাগরিকদের । কারণ জানলার বাইরে শুধুই বিস্তৃর্ণ জলরাশি । আরব সাগরের এক ফালি অংশ যেন এসে ধাক্কা মারছে বাড়ির গায়ে ।
View this post on Instagram
খুব তাড়াতাড়ি রোম্যান্টিক কমেডি ছবি ‘লভ-রঞ্জন’-এর শ্যুটিং শুরু করতে পারেন শ্রদ্ধা । ছবিতে রণবীর কাপুরের বিপরীতে রয়েছেন তিনি । দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সেই ছবির শ্যুটিং এখনও শুরু হয়নি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai, Shraddha Kapoor