Home /News /entertainment /
Shraddha Kapoor: প্রথমবার ডাবল রোলে শ্রদ্ধা, স্ক্রিনে ফের একবার শ্রীদেবীর 'চালবাজ'!

Shraddha Kapoor: প্রথমবার ডাবল রোলে শ্রদ্ধা, স্ক্রিনে ফের একবার শ্রীদেবীর 'চালবাজ'!

প্রথমবার ডাবল রোলে শ্রদ্ধা, স্ক্রিনে ফের একবার শ্রীদেবীর 'চালবাজ'!

প্রথমবার ডাবল রোলে শ্রদ্ধা, স্ক্রিনে ফের একবার শ্রীদেবীর 'চালবাজ'!

শ্রীদেবীর আসল 'চালবাজ'-এর পরিচালক পঙ্কজ পরাশরই 'চালবাজ ইন লন্ডন' ছবিটি পরিচালনা করবেন। ১৯৮৯ সালে 'চালবাজ' ছবির 'না জানে কাহা সে আই হ্যায়' গানটি দিয়েই নতুন ছবির টিজার ভিডিও তৈরি করা হয়েছে। দর্শকেরা স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে নস্ট্যালজিক।

আরও পড়ুন...
 • Share this:

  #মুম্বই: শনিবার নিজের পরের প্রোজেক্ট নিয়ে খবর দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবির নাম 'চালবাজ ইন লন্ডন'। একটি বিশেষ ভিডিওর মাধ্যমে ছবির নির্মাতারা এই খবর শেয়ার করেছেন। এই ছবিতে প্রথমবার ডাবল রোলে অভিনয় করবেন শ্রদ্ধা। এই ছবির সঙ্গে যোগ রয়েছে শ্রীদেবীর সুপারহিট ছবির 'চালবাজ'-এর। বিশেষ ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও সেই ছবির গানের আবহ রাখা হয়েছে।

  শ্রদ্ধা এদিন নিজের উচ্ছ্বাস ব্যক্ত করতে গিয়ে একটি বিবৃতিতে জানিয়েছেন, 'আমি ভাগ্যবতী ও গর্বিত যে চালবাজ ইন লন্ডনের জন্য নির্মাতারা আমায় বেছে নিয়েছেন। এই ছবিতে প্রথমবার ডাবল রোলে অভিনয় করব এবং এটা একজন অভিনেতার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। তবে এই ছবিতে বিরাট দায়িত্ব আমার, আমি খুশি যে ভূষণ স্যার ও আহমেদ স্যার আমাকে এই দায়িত্ব দিয়েছেন। পঙ্কজ স্যারের সঙ্গে কাজ করতে পারাটা একটা বিরাট শিক্ষা। এত বছর উনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত। এটা একটা দারুণ জার্নি হতে চলেছে।'

  শ্রীদেবীর আসল 'চালবাজ'-এর পরিচালক পঙ্কজ পরাশরই 'চালবাজ ইন লন্ডন' ছবিটি পরিচালনা করবেন। ১৯৮৯ সালে 'চালবাজ' ছবির 'না জানে কাহা সে আই হ্যায়' গানটি দিয়েই নতুন ছবির টিজার ভিডিও তৈরি করা হয়েছে। দর্শকেরা স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে নস্ট্যালজিক।

  পরিচালক পঙ্কজ পরাশরের কথায়, 'শ্রদ্ধা পর্দায় ম্যাজিক করতে জানে। আমি বিশ্বাস করি শ্রদ্ধা ওঁর অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে দেবে। আমার কাছে এই ছবির থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি ভূষণ কুমার ও আহমেদ খানকে ধন্যবাদ দিতে চাই আমার দৃষ্টিভঙ্গিকে সমাদর করার জন্য। এই প্রোজেক্টের কাজ শুরু করতে চাই দ্রুত।'

  Published by:Raima Chakraborty
  First published:

  পরবর্তী খবর