#মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা সোস্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়৷ কোনও গান নিয়ে নিজের গুণগুণ স্বরে ভক্তদেরকেও গাইয়ে ছাড়েন তিনি ৷ মজার বা বিনোদনের ভিডিও হোক সব কিছুতেই তিনি বাড়তি ছাপ ফেলেন ৷ এমনই এক ভিডিও তিনি শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েচে যদি রাজকুন্দ্রা পঞ্জাবি মেয়েকে বিয়ে করতেন তাহলে তাঁর স্ত্রীকে যেমন দেখতে হত ৷
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে তিনি যদি পঞ্জাবের গ্রামের একটি মেয়েকে বিয়ে করতেন তাঁকে দেখতে যেমন হত ৷ ভিডিওটি ফিল্টার এফেক্ট করা হয়েচে শিল্পাকে যেন কেমন দেখতে লাগছে ৷ যেখানে পঞ্জাবি কুড়ি অর্থাৎ পঞ্জাবি মেয়ের বেশে ধরা দিয়েছেন তিনি ৷ ব্যাকগ্রাউন্ডে লং ইলাচটি গানটি বাজচে যা কয়েকগুণ আকর্ষণ বাড়িয়েছে ৷
রাজ কুন্দ্রার ভিডিওতে শিল্পার রিঅ্যাশন তিনি মাথা ধরে বসে পড়েছেন ৷ কয়েকটি ইমোজি দিয়ে শিল্পা নিজের অভিব্যক্তি দিয়েছেন ৷
এর আগে রাজ কুন্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে রাজ কুন্দ্রা গান গাইছিলেন তা দেখে তাঁর মেয়ে সমিশাও গানটি কপি করছিলেন ৷
রাজকুন্দ্রা ও শিল্পা শেট্টির বিয়ে হয়েছে ১১ বছর আগে ৷ তাঁদের ৮ বছরের ছেলে বিয়ান, ফেব্রুয়ারিতে মেয়ে সমিশার জন্ম হয়েছে ৷ সারগেসির মাধ্যমে সন্তান লাভ করেছেন শিল্পা ৷
এই সময়ে শিল্পা বড় পর্দার থেকে বেশ দূরে ৷ তবুও শিল্পার ছবি ভাইরাল হতে তাকে সোশ্যাল মিডিয়ায় ৷ ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকতেই তিনি পছন্দ করেন ৷