#মুম্বই: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা নিখাদ মজার জন্য সবার কাছে অত্যন্ত প্রসিদ্ধ ৷ তিনি সব সময়েই সোশ্যাল মিডিয়ার স্পটলাইটে থাকেন ৷ রাজ-শিল্পার সম্পর্কের রসায়ন বারেবারে ভক্তদের সমৃদ্ধ করে ৷ সে জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী একে অপরের সঙ্গে সু্নদর মুহূর্ত অতিবাহিত করতে বিশেষ ভাবে পছন্দ করে থাকেন ৷
এখন শিল্পা শেট্টি কন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা একে অপরকে চমকে দিয়েছেন ৷ এখানেই শেষ নয়, এই দুই জনেই ইনস্টাগ্রামের মাধ্যমে প্রতিটি ভিডিও শেয়ার করেছেন ৷ যা বিভিন্ন সময়েই ভাইরাল হয়ে থাকে ৷ এই ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে রাজ কুন্দ্রার মেয়ে সমিষার জন্য গান গেয়েছেন ৷ একরত্তি মেযেও নিজের ভাষায বাবার সঙ্গে গান গেয়েছেন ৷ বাবা-মেয়ের কেমিস্ট্রি দেখে শিল্পা শেট্টি নিজেকে আটকাতে পারেননি ৷ স্বামীর গানের প্রসঙ্গে একটি দারুণ ক্যাপশন লিখেছেন তাঁর কন্ঠস্বরের প্রশংসা না করে পারেননি ৷
ভিডিও শেয়ার করে শিল্পা শেট্টি জানিয়েছেন ভাবনা চিন্তা কম গান বেশি করে গেয়েছেন ৷ সব মিলিয়ে ববা মেয়ের দুর্দান্ত গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে ৷