হোম /খবর /বিনোদন /
সুশান্তের বাড়ির সামনে রহস্যজনক মহিলা কে?মুখ খুলে বিস্ফোরক মডেল অভিনেত্রী শিবানী

সুশান্তের বাড়ির সামনে রহস্যজনক মহিলা কে? মুখ খুলে বিস্ফোরক মডেল অভিনেত্রী শিবানী...

একজন মহিলা সুশান্তের বাড়ির সামনে দাঁড়িয়ে সুশান্তের কাজের লোকদের সঙ্গে কথা বলছেন৷ তবে এই মহিলার পরিচয় নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে কারণ মাস্কে মহিলার মুখ প্রায় ঢেকেই ছিল৷ তারপরই নেট দুনিয়ার শোরগোল পড়ে যায়৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্তের বাড়ির সামনে এক মহিলার ভিডিও সামনে আসতেই শুরু হয় নানা জল্পনা৷ মুখ ঢাকা থাকার ফলে তাঁকে ঠিকভাবে চেনাও যাচ্ছিল না৷ তবে ভিডিওটি সামনে আসার পর অনেকেই মন করছিলেন যে, তিনি ফারহান আখতারের বান্ধবী শিবানী ডান্ডেকর৷ তবে এই নিয়ে রীতিমতো কড়া জবাব দিয়েছেন শিবানী৷

তিনি বলেছেন, আমি নই৷ বা সিমোনও নন৷ দয়া করে কিছু বলার আগে বা কারও নাম ব্যবহারের আগে আরও সচেতন হোন৷ ওই মহিলা সুশান্তের পিআর রাধিকা নিহালানি এবং তাঁর সহযোগী৷ ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন৷ যথেষ্ট হয়েছে৷ আমার চুপ থাকার মানে এই নয় যে, আমি আপনাদের মিথ্যে ও ঘৃণ্য মন্তব্য করার অধিকার দিয়েছি৷ নিজের ট্যুইটারে এই বক্তব্য রাখেন তিনি৷ এর সঙ্গেই পোস্ট করেন একটি ভিডিও, যা পরবর্তীতে ডিলিট করে দেন৷

একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে যা সুশান্তের মৃত্যুর দিনই তোলা বলে মনে করা হচ্ছে৷ সেখানে দেখা গিয়েছে যে, একজন মহিলা সুশান্তের বাড়ির সামনে দাঁড়িয়ে সুশান্তের কাজের লোকদের সঙ্গে কথা বলছেন৷ তবে এই মহিলার পরিচয় নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে কারণ মাস্কে মহিলার মুখ প্রায় ঢেকেই ছিল৷ তারপরই নেট দুনিয়ার শোরগোল পড়ে যায়৷

আরও পড়ুন শুধু টাকা নয়, ড্রাগসের নেশা ও কেনার তথ্য রিয়ার বিরুদ্ধে! তাহলে কি সুশান্তকেও করেছিলেন নেশায় বশ

জুনের ১৪ তারিখ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ২ মাস কেটে গিয়েছে এই ঘটনার। বলিউডের সেলেব সহ গোটা দেশ জানতে চায় সুশান্তের মৃত্যুর আসল কারণ। তাঁর এই আত্মহত্যার পিছনে গভীর চক্রান্ত আছে, এমনটাই মনে করেন সকলে। কঙ্গনা রানাওয়াত, শেখর সুমন, মনোজ বাজপেয়ী, নানা পটেকরের মতো বলি সেলেবরা এই মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ।সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষ ভাবে দায়ী করা হয়েছিল বলিউডের নেপোটিজমকে। উঠে এসেছিল করণ জোহর, মহেশ ভাট, সলমন খান সহ বলিউডের বেশ কিছু সেলেবের নাম। তবে এখন পুরো তদন্তের গতি অন্যদিকে। সুশান্তের প্রেমিকা রিয়ার দিকেই সকলের নজর। সিবিআই তদন্তও শুরু হয়েছে।

Published by:Pooja Basu
First published:

Tags: Sushant singh Rajput