#মুম্বই: ট্যুইটার ব্যবহারকারীর ট্রোলে রীতিমত রেগে 'ক্লাস' নিয়ে প্রশ্ন তুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় বাঙালি গায়ক শান| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খোলায় সম্প্রতি নেটিজেনদের কটূক্তির মুখে পড়তে হয় তাঁকে| সে সময় এক ব্যক্তি তাঁকে গানে মন দেওয়ার পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হন শান৷ প্রশ্ন তোলেন, "আপনারাই বা গানের কী জানেন?"
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ জমা হচ্ছে গোটা দেশে। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। এবার এই প্রসঙ্গেই সরব হন শান।
সম্প্রতি ট্যুইট করে গায়ক প্রশ্ন তোলেন, "পেট্রোল ডিজেলের উপর জিএসটি কেন বসছে না? কেন্দ্র রাজ্য পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর কেন চাপাচ্ছে? এর কোনো যু্ক্তি আছে? দয়া করে আমাকে কেউ বুঝতে সাহায্য করুন।"
শানের এই ট্যুইটের উত্তরেই এক মহিলা তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘গান গাওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছেন আপনি। গানের দিকেই মন দিন না। যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলতে যাবেন না।’
পাল্টা উত্তর দিতে পিছপা হননি শান। এমনিতে সবসময় হাসি খুশি থাকলেও আচমকা আক্রমণে মেজাজ হারান শান। সপাটে উত্তর দিয়ে তিনি লেখেন, ‘আমি প্রশ্ন করেছি যাতে কেউ আমাকে বোঝাতে পারে। আর আপনি সঙ্গীত সম্পর্কে কী বোঝেন যে আমাকে বলছেন আমার গান গাওয়ার দক্ষতা হারিয়ে ফেলেছি?’
শানের এই উত্তর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গায়কের অনুরাগীরাও তাঁকে সমর্থন করেন। ট্রোলের বিরুদ্ধে চুপ না থেকে তিনি যে সপাটে জবাব দিয়েছেন তার জন্য সাধুবাদ জানান অনেকেই।
প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস নেতা নানাভাউ পাটোল হুমকি দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুললে বন্ধ করে দেওয়া হবে অমিতাভ ও অক্ষয়ের সব ছবির শুটিং। তিনি অভিযোগ করেন, এর আগে মনমোহন সিংয়ের সরকারের সময় যখন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছিল তখন তো দিব্যি সরব হতে দেখা গিয়েছিল অক্ষয়, অমিতাভের মত বলিউড সুপার স্টারদের|
কংগ্রেস নেতাদের ইঙ্গিত, বিজেপি সরকারের সময় পেট্রোপণ্যের লাগাম ছাড়া দাম বৃদ্ধি সত্বেও কেন মুখে কুলুপ এঁটেছেন তারকারা? উল্লেখ্য, এর আগেও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গুরুত্বপূর্ণ বিষয়ে আশ্চর্যজনক ভাবে নীরবতা পালন করার| কিন্তু অনেক সমালোচনা হুমকি সত্ত্বেও মুখ খোলেননি বলিউড শাহেনশা|