Home /News /entertainment /
জিভ বার করে এ কেমন পোজ ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুহানার হট ছবি

জিভ বার করে এ কেমন পোজ ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুহানার হট ছবি

নিজের বিভিন্ন মুডের বিভিন্ন ছবি নিয়মিত পোস্ট করতে থাকেন সুহানা

 • Share this:

  #মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খান ৷ তাঁকে নিয়ে যেমন জনমানসে আগ্রহ তেমনিই তাঁর মেয়ে সুহানাকে নিয়েও মানুষের জানার ইচ্ছে প্রবল ৷ নিজের বিভিন্ন মুডের বিভিন্ন ছবি পোস্ট করতে থাকেন নিয়মিত৷ তাঁর ছবি বা ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন তাঁর ফ্যান ফলোয়াররা ৷ বাদশার কন্যে ভিডিও ও ছবি শেয়ার করা হলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ ফের সুহানা একটি ক্যানডিড ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন সুপারহিট ৷ একটি ছবিগুলিতে দেখা যাচ্ছে বান্ধবী কে সঙ্গে নয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত সুহানা। দুজনেী পরেছেন কালো রঙের পোশাক। দুজনেই পোজ দিয়েছেন জিভ বার করে।

  View this post on Instagram

  Mirror selfie #suhanakhan

  A post shared by Suhana (@suhanakha2) on

  View this post on Instagram

  Hotty girls #suhanakhan

  A post shared by Suhana (@suhanakha2) on

  সুহানা এখন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন৷ বছর শেষে তিনি এসেছিলেন এদেশে৷ তবে নতুন বছরের শুরুতে তিনি আবার ফিরেছেন মার্কিন মুলুকে৷ এর আগেও তিনি এইরখম জিভ বার করা পোজে ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে।

  View this post on Instagram

  No caption needed #suhanakhan

  A post shared by Suhana (@suhanakha2) on

  Published by:Ananya Chakraborty
  First published:

  Tags: Shah Rukh Khan, Social Media, Suhana Khan

  পরবর্তী খবর