#মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খান ৷ তাঁকে নিয়ে যেমন জনমানসে আগ্রহ তেমনিই তাঁর মেয়ে সুহানাকে নিয়েও মানুষের জানার ইচ্ছে প্রবল ৷ নিজের বিভিন্ন মুডের বিভিন্ন ছবি পোস্ট করতে থাকেন নিয়মিত৷ তাঁর ছবি বা ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন তাঁর ফ্যান ফলোয়াররা ৷ বাদশার কন্যে ভিডিও ও ছবি শেয়ার করা হলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ ফের সুহানা একটি ক্যানডিড ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন সুপারহিট ৷ একটি ছবিগুলিতে দেখা যাচ্ছে বান্ধবী কে সঙ্গে নয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত সুহানা। দুজনেী পরেছেন কালো রঙের পোশাক। দুজনেই পোজ দিয়েছেন জিভ বার করে।
সুহানা এখন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন৷ বছর শেষে তিনি এসেছিলেন এদেশে৷ তবে নতুন বছরের শুরুতে তিনি আবার ফিরেছেন মার্কিন মুলুকে৷ এর আগেও তিনি এইরখম জিভ বার করা পোজে ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shah Rukh Khan, Social Media, Suhana Khan