#মুম্বই: কাজ করতে গিয়ে কাচের গ্লাস ভেঙে যায়। এর পর বেপরোয়া কবীর সিং-এর ক্ষোভে পড়ে রীতিমতো জীবন হাতে নিয়ে ছুটতে শুরু করে তার পরিচারিকা পুষ্পা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কবীর সিং সিনেমার সেই দৃশ্য আজও জীবন্ত। সেই সময়ে এই দৃশ্যটি নিয়ে একের পর এক মজার ভিডিও ও মিম তৈরি হয়েছিল। আর ছোট্ট একটি দৃশ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন পুষ্পার চরিত্রে অভিনয় করা বনিতা খরাট (Vanita Kharat)। এবার সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন শাহিদ কাপুরের (Shahid Kapoor) এই সহ-অভিনেত্রী। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল ছবিটি।
তেলুগু সুপারহিট অর্জুন রেড্ডির রিমেক কবীর সিংয়ের এই অভিনেত্রী এবার সম্পূর্ণ রূপে নগ্ন হয়ে ধরা দিলেন। কিন্তু কেন এই ছবি পোস্ট করলেন বনিতা? আসলে বডি পজিটিভিটি মুভমেন্টকে প্রোমোট করতে একটি ক্যালেন্ডার শ্যুটের জন্যই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন তিনি। তবে একটি ঘুড়ি দিয়ে ঢেকে রেখেছেন শরীরের কিছু অংশ। বনিতার এই ছবি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
বনিতার সাহসী পোজের প্রশংসা করেছেন বলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। তবে সমালোচনাও পিছু ছাড়েনি। অনেকেই বনিতার এই নগ্ন ছবির তীব্র নিন্দা করেছেন। তবে যাবতীয় সমালোচনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করার পর বনিতা লেখেন, নিজের প্রতিভা, আত্মবিশ্বাস,প্যাশন এবং নিজের শরীর নিয়ে আমি গর্বিত, কারণ এটাই আমি। আসুন সবাই মিলে একসঙ্গে যোগ দিই এই বডি পজিটিভিটি মুভমেন্টে (Body Positivity Movement)।
View this post on Instagram
২০১৯ সালে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে শাহিদের সঙ্গে দেখা যায় বনিতা খরাটকে। সে দিন একসঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।উল্লেখ্য, মরাঠি সিনেমায় বেশ জনপ্রিয় নাম বনিতা। মরাঠি ভাষায় একাধিক নাটক ও সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। মরাঠি নাটকে বনিতার অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ভিকি ভেলিংগকার (Vicky Velingkar), মহারাষ্ট্রাচি হাস্য যাত্রা (Maharashtrachi Hasya Jatra) সহ একাধিক সিনেমা ও টেলিভিশন শো-তে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।