হোম /খবর /বিনোদন /
পাশে স্ত্রী শুয়ে, রাতের বেলা বেডরুম থেকে ভিডিও শ্যুট করলেন শাহিদ! দেখুন--

রাতের বেলা, স্ত্রী-কে পাশে নিয়ে এক্কেবারে বেডরুম থেকে ভিডিও শ্যুট করলেন শাহিদ, দেখুন--

একী কাণ্ড !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রাতের বেলা কী যে ভূল চাপল শাহিদ কাপুরের মাথায় ! এক্কেবারে বেডরুম থেকে লাইভ ভিডিও করে বসলেন! তাও আবার পাশে স্ত্রী-কে!

লকডাউনে সবাই বাড়িতে আটকে! কেটে গিয়েছে একমাস! এখন সবারই পাগল-পাগল অবস্থা! কী করে যে সময় কাটানো যায়, এই ভেবে ভেবেই সময় কেটে যাচ্ছে আর কী! আর এই প্রজন্মর তো সর্বক্ষণের সঙ্গি মোবাইল shaফোন আর সোশ্যাল সাইট! সময় পেলেই মোবাইলে ডুবে থাকা, ইতি-উতি উঁকি মারা, ছবি-ভিডিও পোস্ট করা! এই তালিকা থেকে বাদ যান না সেলেবরাও!

লকডাউনের অবসরে তারকাদের অন্দরমহলের নানা ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, একেবারে নিয়মিত যাকে বলে! এবার শাহিদ রাতের বেলা বেডরুম থেকে ভিডিও শ্যুট করলেন, তখন ঘড়িতে ১০টা বেজে পাঁচ মিনিট! পাশে শুয়ে রয়েছেন স্ত্রী মীরা রাজপুত! কিন্তু 'কবীর সিং' যে ঠিক কী বললেন, সেটাই আসল চ্যালেঞ্জ, দেখুন দেখি আপনি বুঝতে পারেন কি না...

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Shahid Kapoor