হোম /খবর /বিনোদন /
শাহিনবাগে শুভা মুদগল, আন্দোলনের সমর্থনে গান !

শাহিনবাগে শুভা মুদগল, আন্দোলনের সমর্থনে গান !

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও এনআরসি (NRC)-র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে দিল্লির শাহিনবাগে

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও এনআরসি (NRC)-র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে দিল্লির শাহিনবাগে ৷ গতবছর ১৫ ডিসেম্বর এই শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেছিলেন রাজধানীর মহিলারা । প্রায় ৫০-দিনেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে সেই আন্দোলন। CAA প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সেই শান্তিপূর্ণ আন্দোলনে প্রতিদিন অংশ নিচ্ছেন সব বয়সের ও সব ধর্মের পুরুষ ও মহিলা।মঙ্গলবার শাহিনবাগে উপস্থিত ছিলেন খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী শুভা মুদগল। আন্দোলনকারীদের পাশে দাঁড়লেন, এই আন্দোলনকে সমর্থন করে গানও করেন শুভা।

গত ডিসেম্বর থেকেই শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে বসেছেন রাজধানীর মহিলারা। শাহিন বাগ নিয়ে নানা সময়ে নানা বিজেপি নেতারা কুমন্তব্য করেছেন। এদিন, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, শাহিন বাগ এখন ‘আত্মঘাতী বোমারুদের প্রজননস্থল’। দিল্লি বিধানসভার নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, শাহিন বাগ নিয়ে কুকথা ততই বাড়ছে। এর আগে, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, ' ভোটের মেশিনের বোতামে এত জোরে চাপ দিন, যাতে তার ছ্যাঁকা শাহিন বাগের আন্দোলনকারীও টের পান।'

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Shaheen Bagh Protests, Shubha Mudgal