#মুম্বই: তিনি কিং খানের মেয়ে বলে কথা । ছোট থেকেই ফ্যাশন সচেতন সুহানা । সদ্যই ২০-তে পা দিয়েছেন তিনি । কিন্তু তাঁর ফ্যাশন সেন্স দেখে তাবড় তাবড় সেলেবরাও কিছুটা অবাক হন বৈকি ।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সুহানা । নিজের বন্ধুবান্ধবের ছবি থেকে পার্টি, পরিবারের সঙ্গে সময় কাটানো বা সেলফি... অকর্ষণীয় ছবিতে ভর্তি তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়াল । সুহানা সোশ্যাল মিডিয়া যথেষ্ট সাবলীল। তাঁর ৯ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে। শাহরুখ কন্যা সুহানা এখন প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন।
না! শুধুমাত্র বাবার কারণে নয়। সুহানা নিজেই যথেষ্ট জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর বহু ফ্যান পেজও রয়েছে। ফলোয়ারের সংখ্যাও প্রচুর। যদিও তিনি এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি তিনি । বিদেশী একটা শর্ট ফিল্ম করেছেন বটে, মঞ্চেও কিছু অভিনয় করেছেন । পাকাপাকি ভাবে বলিউডে পা না রাখলেও তাঁর জনপ্রিয়তা এখনই আকাশ ছোঁয়া ।
View this post on Instagram
তাঁর স্টাইলের প্রশংসা হচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। তাঁর প্রতিটি সাজ, প্রতিটি ছবিই তুমুল হিট সোশ্যাল মিডিয়ায়। এই নতুন ছবিতেও সুহানার ফ্যাশন স্টেটমেন্ট স্পষ্ট। মাথা থেকে পা পর্যন্ত ব্রাউন টোনে ছবি তুলেছেন সুহানা । মাথার চুল, পোশাক এমনকি হাতে কফি মগটা পর্যন্ত । এই শীতের দুপুরে, তাঁর এমন আবেদনে ভরপুর ধূসর ছবি আলাদা করে সকলেরই নজর কেড়েছে ।