Home /News /entertainment /
সকাল সকাল মুম্বইয়ের রাস্তায় শাহরুখ খান! মাস্ক পরা কিং খানকে কেউ চিনতেই পারলেন না

সকাল সকাল মুম্বইয়ের রাস্তায় শাহরুখ খান! মাস্ক পরা কিং খানকে কেউ চিনতেই পারলেন না

সকলের পাশ দিয়েই দিব্যি হেঁটে গেলেন শাহরুখ । তারপর দাঁড়িয়ে থাকা একটি স্পিড বোটে উঠে গেলেন । কেউ ফিরেও তাকালেন না ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বিষয়টা ঠিক কী ঘটল বোঝা গেল না তো । আপনাদের পাশ দিয়েই দিব্যি হেঁটে চলে বেড়ালেন বলিউডের বেতাজ বাদশা...কিন্তু চিনতেই পারলেন না কেউ! এমনও কি সম্ভব!

এমনটাই সম্ভব করে দেখালেন কিং খান । আজ, অর্থাৎ বুধবার সকালে হঠাৎই মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা যায় শাহরুখ খানকে । পাপারাৎজিদের তাঁকে চিনতে কোনও ভুল হয়নি । কিন্তু মুম্বইবাসী চিনতে পারল না তাঁদের নায়ককে ।

সকলের পাশ দিয়েই দিব্যি হেঁটে গেলেন শাহরুখ । তারপর দাঁড়িয়ে থাকা একটি স্পিড বোটে উঠে গেলেন । অবশ্য নিজেকে লুকোনার সমস্ত বন্দোবস্তই করেছিলেন তিনি । পরেছিলেন সাদা টি-শার্ট আর একটি নীল ট্রাউজার । টি-শার্টের উপরে ছিল অলিভ গ্রিন রঙের একটি হুডি । সঙ্গে মুখে ছিল মাস্ক আর সানগ্লাস । ফলে শরীরের কোনও অংশই প্রায় খোলা ছিল না । আর সে কারণেই মানুষ তাঁকে দেখেও চিনতে পারেননি ।

সম্প্রতি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেছেন শাহরুখ । এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকেও । প্রায় দু’বছর পর ফের ফিল্মের সেটে ফিরেছেন কিং খান । ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ । শাহরুখ ছাড়াও সেই ছবিতে ছিলেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ । তবে এত ভাল স্টার কাস্ট নিয়েও ডাহা ফেল করেছিল ‘জিরো’ ।

Published by:Simli Raha
First published:

Tags: Shah Rukh Khan